Lifestyle Pujo Anthem by Rupam Islam, Iman, Rupankar



Lifestyle Pujo Anthem Lyrics :

Lifestyle Durga Pujo Anthem 2019 Song Is Sung by Rupam Islam, Iman Chakraborty And Rupankar Bagchi. Celebrate the spirit of Pujo with Lifestyle's Pujo Anthem Amar Pujo Amar Style Durga Pujo Bengali Song.

Song : Lifestyle Pujo Anthem
Singer : Rupam Islam, Iman Chakraborty & Rupankar Bagchi
Label : Lifestyle Stores

Lifestyle Pujo Anthem Song Lyrics In Bengali :

আকাশ মেঘের কোন
উড়ু উড়ু মন,
প্যান্ডেলে ওই বাঁশের আওয়াজ
কান পেতে শোন।

আকাশ হবে ফ্রেম
সেলফি তে সব মেম,
আল্পনা আর রঙ্গীন আলোর
শহর জুড়ে প্রেম।

আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।

স্টাইলে হবে শপিং, স্টাইলে আড্ডা ইপিং
অঞ্জলিটাও স্টাইল মেরে,
স্টাইলে প্যান্ডেল হপিং।

রাত জেগে ভোর বাড়ি
ঘুমের সঙ্গে আড়ি,
অষ্টমীর দুস্টুমীতে প্রেমের লুকোচুরি।

ফুচকার হ্যাচকা টান
রবি ঠাকুর, হিন্দি গান,
ক্যাপ বন্ধুক ফট ফটাফট
কচি-কাঁচার ফান।

আজ ঘরে ফেরার ডাক
আজ নতুন জামার তাক,
মাতবে সবাই, নাচবে সবাই
বাজবে হাজার ঢাক।

এ আনবে পুজোর স্মাইল
আমার লাইফ-স্টাইল,
পুজো প্রাণের পুজো আমার
পুজো আমার স্টাইল।

Akash megher kon Uru uru mon
Pandel e oi bansher awaj
Kaan pete shon
Aaj ghore ferar daak
Aaj notun jamar taak
Matbe sobai nachbe sobai
Bajbe hajar daak