Ekai Bhalo Song by Durnibar Saha from Shantilal O Projapoti Rohoshyo



Ekai Bhalo Lyrics by Durnibar Saha :

Ekai Bhalo Song Is Sung by Durnibar Saha from Shantilal O Projapoti Rohoshyo Bengali Movie. Starring: Ritwick Chakraborty and Paoli Dam. Music Composed by Arko Pravo Mukherjee And Bodhoy Ami Ekai Bhalo Song Lyrics Written by Ritam Sen.

Song : Ekai Bhalo
Movie : Shantilal O Projapoti Rohoshyo
Singer : Durnibar Saha
Music : Arko Pravo Mukherjee
Lyricist : Ritam Sen
Directed by : Pratim D. Gupta
DOP : Subhankar Bhar
Produced by : Sanjay Agarwal
Label : Music on Zee Music Company

Ekai Bhalo Song Lyrics In Bengali :

যেন সারারাত ধরে কাল জমেছে শিশির,
দু'এক কণা কাশ পাতা চোখের কোলে স্থির,
তুমি এখন আলোয় আলো।

এলোমেলো পালকের ঘুম ভাঙা ডানা
উড়ে গেছে আদরের মিথ্যে বাহানা,
বোধহয় আমি একাই ভালো,
আমি বোধহয় একাই ভালো।

খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়,
হো.. বয়স হলে রূপকথায়,
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো..

দূরে কোনো কারখানার সকালের সাড়ায়
ছোট ছোট আস্তানার ধোঁয়ার ইশারায়,
আজব শহর নেভে জ্বলে।
পুরোনো চায়ের দোকান বন্ধুদের পাড়ায়
খুচরো কিছু অভিমান টেবিলে গড়ায়,
তোমার কথা সবাই বলে,
তোমার কথা সবাই বলে।

খামখেয়ালি স্বপ্নদের, শহরতলির গল্পদের
না লেখা পাতায়, তোমাকে মানায়,
হো.. বয়স হলে রূপকথায়,
সবাই ভালো থাকতে চায়
একটু না চাওয়ায় চাইছে আজ আমায় হো..
পাঁচমেশালি সভ্যতায়,
কাউকে খোঁজা শক্ত নয়
হয়তো হারানোই তোমাকে মানায় হো..
খুন'খারাপি রোদ্দুরে, পলাশ পড়ে পথ জুড়ে
একটু না পাওয়াই পেয়েছে আজ আমায়।

বোধহয় আমি একাই ভালো লিরিক্স - দুর্নিবার সাহা :
Jeno sararaat dhore kal jomeche shishir
Du ek kona kash pata chokher kole sthir
Tumi ekhon aaloy aalo
Elomelo paloker ghum vanga dana
Ure geche adorer mitthey bahana
Bodhoy ami ekai bhalo
Ami bodhoy ekai valo