Tar Pore Ar Ganer Kotha Lyrics by Chamok And Bonni



Tar Pore Ar Ganer Kotha Lyrics by Chamok And Bonni :

Tar Pore Ar Ganer Kotha Song Is Sung by Chamok And Bonni. Music Composed by And Tar Pore Ar Gaaner Kotha Mone Nai Lyrics In Bengali Written by Chamok Hasan And Bonni.

Song : Tar Pore Ar Ganer Kotha
Vocal, Music & Lyrics : Chamok Hasan & Bonni

Tar Pore Ar Ganer Kotha Song Lyrics In Bengali :

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

শুনতে চাই,

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান।

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন।
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।

বলো! শুনতে চাই!

কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।

এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।

ছিল? কোথায় গেল?

কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।

তারপর?

সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

বলো শুনতে চাই...

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।

তার পরে আর গানের কথা মনে নাই লিরিক্স - চমক, বহ্নি :
Ei mayabi chander raate
Rekhe haat tomar haate
Moner ek gopon kotha
Tomay bolte chai
Shunte chai!
Kintu tar pore aar gaaner kotha mone nai