Kobita Song Lyrics by James And Noble Man



Kobita Lyrics by James :

Kobita Song Is Sung by James. Kobita Tumi Shopnocharini Hoye Bengali Song Lyrics And Music composed by James and Nagar Baul Band. Kobita Bangla Song Cover by Noble Man.

Song : Kobita Tumi Shopnocharini
Singer : James
Band : Nagar Baul

Cover Credits :
Vocals : Mainul Ahsan Noble
Arrangement & Guitars : Suvam Moitra
Piano & Keys : Souktik Mazumder
Bass : Bachospati Chakraborty
Percussion : Bihu Mukherjee
Flute : Partho Sarathi Roy

Kobita Song Lyrics In Bengali :

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন,
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা,
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।

কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল..

কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে লিরিক্স - জেমস :
Kobita tumi shopnocharini hoye
khobor niyo na
Kobita ei nishachor amay
vebona sukher mohona
Dekhbe amader valobasha
hoye geche kokhon jeno
Poddo patar jol, podmo patar jol
Kobita tumi shapnocharini hoye
khobor niyo na