Amar Etuk Sudhu Chaoa by Timir Biswas



Amar Etuk Sudhu Chaoa Lyrics by Timir Biswas :

Amar Etuk Sudhu Chaoa Song Is Sung by Timir Biswas from Rajlokhi O Srikanto Bengali Movie. Starring: Ritwick Chakraborty And Jyotika Jyoti. Music Composed by And Amar Etuk Sudhu Chaowa Lyrics Written by Anirban Das.

Song : Amar Etuk Sudhu Choa
Movie : Rajlokkhi O Srikanto
Singer : Timir Biswas
Music & Lyricist : Anirban Das
Directed by : Pradipta Bhattacharyya
DOP : Subhadeep Dey
Label : Reelistic

Amar Etuk Sudhu Chaoa Song Lyrics In Bengali :

আমার এটুক শুধু চাওয়া
ভরা দীঘির জলে নাওয়া,
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া।

আমি একটা বেছে নেবো
না হয় তুমিও খানিক ভেবো,
শেষে অস্তমিত কবর খানায়
শরীর রেখে দেবো।

বলো তুমিও কি চাও যেতে?
এই কৃপণ হাওয়ায় মেতে,
সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে।

ছাড়ো এসব কথা রাখো
কনো বান্ধবীকে ডাকো,
তার হৃদয় ঘেঁষে বসি
তার শিরায় আউশ চষি।

জানি আউশ চষা বারণ
তবু তোমার কথা রাখি,
দগ্ধ দেশে ধংস স্তুপে
পুষছি দোয়েল পাখি।

শেষে এটুক থাকে চাওয়া
ভরা দীঘির জলে নাওয়া,
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া।
আর অস্তমিত কবর খানায়
শরীর রেখে যাওয়া।

আমার এটুক শুধু চাওয়া লিরিক্স - তিমির বিশ্বাস :
Amar etuk shudhu chaowa
Bhora dighir jole naowa
Bot oshottho patay chaowa
Kripon shesh bosonto hawa