Khachar Pakhi by Samz Vai Song



Khachar Pakhi Lyrics by Samz Vai :

Khachar Pakhi Song Is Sung by Samz Vai Bangla Sad Song. Starring: Rakib Fuhat And Nadia Nodi. Music Composed by Sajib Das. Khachar Pakhi Jay Re Uira Lyrics Written by Samz Vai.

Song : Khachar Pakhi
Vocal, Tune & Lyrics : Samz Vai
Music : Sajib Das
Director : Osman miraz
DOP : Forhad Hussen
AD : Nirob
Editor : Anoy Shohag
Color : HM Shohel
Produce by : Rakib Hossen Fuhat
Label : Universal Multimedia

Khachar Pakhi Song Lyrics In Bengali - সেমজ ভাই :

খাঁচার পাখি যায় রে উইড়া
শিকল ছিড়িয়া,
লাভ হইবো না তার লাগি আর
মায়া বাড়াইয়া।

যে চইলা যাওয়ার যায় গো চইলা
বাধা দিস না রে মন,
জোর করে হায় কারো মন জয়
করা যায় না।

খাঁচার পাখি উইড়া যাইতে
চায় বন-বাদাড়ে,
ভাল্লাগেনা খাঁচাটা তার
বুঝবে মায়া কি করে।
আপন মানুষ যখন আর
আপন ঘরে রয় না,
যার নাহি মন সে কি বুঝবে
হৃদয় পুড়ার যন্ত্রনা।
মন রে, মন রে, ওরে ও মন রে...

খাঁচার পাখি যায় রে উইড়া
শিকল ছিড়িয়া,
লাভ হইবো না তার লাগি আর
মায়া বাড়াইয়া।

সুখের সময় ছিলি পাশে
দুঃখে গেলি ভাসাইয়া,
আপন আমার হইলি না তুই
কার মায়ায় পইড়া?
মন খারাপে কে দিবে তোকে
সুখের সান্ত্বনা,
চিনলি না তুই আপন মানুষ
দিলি বেদনা।

জানতাম যদি পাখি রে তুই
যাবি উড়িয়া,
মন পিঞ্জরায় যতন কইরা
রাখতাম বাঁধিয়া।
মন রে, মন রে, ওরে ও মন রে...

খাঁচার পাখি যায় রে উইড়া
শিকল ছিড়িয়া,
লাভ হইবো না তার লাগি আর
মায়া বাড়াইয়া।

তুই ভুইলা যাবি মোরে নতুন
ভালোবাসার লোভে,
ভুইলা যাবি আমি নামক
শব্দ ছিলাম কবে।
মন রে, মন রে, ওরে ও মন রে..

খাঁচার পাখি যায় রে উইড়া
শিকল ছিড়িয়া,
লাভ হইবো না তার লাগি আর
মায়া বাড়াইয়া।

খাঁচার পাখি যায় রে উইড়া লিরিক্স :
Khachar pakhi jay re uriya
Shikol chiriya
Lav hoibo na taar laagi aar
Maya baraiya
Je choila jaowar jay go choila
Badha dish na re mon
Jo kore haay karo mon joy
kora jaay na