O Kakima Ami Sotty Valo Chela by Sourav Maharaj



O Kakima Ami Sotty Valo Chela Lyrics by Sourav Maharaj :

O Kakima Ami Sotty Valo Chela Song Is Sung by Sourav Maharaj. O Kakima Ami Sotti Valo Chele Bengali Song Lyrics written by Sourav Maharaj And Music composed by Nibir.

Vocal & Tune : Sourav Maharaj
Music : Nibir
Lyrics : Sourav Maharaj
Associate Artist : Rakesh

O Kakima Ami Sotty Valo Chela Song Lyrics In Bengali :

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।
আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।
ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে দেখতে ভালো
পাড়ার সবাই বলে,
আমি নাকি ভালো ছেলে, তোমার মেয়ে বলে।
রাগ করো না, তোমার মেয়ে বড্ড ভালোবাসে,
তোমার মেয়ের হাতটা পেলে,
ও কাকিমা, যাবো বহুদূরে।
ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

ও কাকিমা, তোমার মেয়ে জানলা খুলে
আমায় শুধু দেখে,
রোজ রাতেতে স্বপ্নে আমার,
কাকিমা, শুধু তোমার মেয়ে আসে।
রাগ করোনা তোমার মেয়ে বড্ড ভালোবাসে,
রোজ রাতেতে স্বপ্নে আমার,
শুধু তোমার মেয়ে আসে।

ও কাকিমা, সত্যি, আমি সত্যি ভালো ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।
আমার কাঁধে গিটার ঝোলে, ভাবছো বেকার ছেলে
তোমার মেয়ের হাতটা পেলে যাবো বহুদূরে।

O kakima Sotti ami sotti bhalo chele
Tomar meyer haat ta pele jabo bohudure
Amar kandhe guitar jhole vabcho bekar chele
Tomar meyer haat ta pele jabo bohu dure
O kakima Sotty ami sotty valo chele
O Kakima, tomar meye dekhte bhalo
Parar shobai bole
Ami naki valo chela, tomar meye bole
Raag korona, tomar meye boddo bhalobashe