Cheye Dekho Meghera Song Lyrics by Manomoy Bhattacharya



Cheye Dekho Meghera by Manomoy Bhattacharya :

Cheye Dekho Meghera Song Is Sung by Manomoy Bhattacharya. Music composed by Joy Sarkar. Rainy day Special Bengali Song Cheye Dekho Meghe Ra Chuyeche Meghla Mon Lyrics written by Sanjoy Banik.

Song : Cheye Dekho Meghera
Singer : Manomoy Bhattacharya
Music : Joy Sarkar
Lyricist : Sanjoy Banik

Cheye Dekho Meghera Song Lyrics In Bengali :

চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন
উদাসীন সারাদিন, রিমঝিম ঝিম ঝিম
ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ..
চেয়ে দেখো মেঘেরা,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন।

ভিজে যাওয়া কলকাতা,
ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা,
একা পথ পড়ে থাকে শুনশান।
ভালবাসা ভিজে যায় নিয়ন আলোয়,
আজ এলোমেলো সবই সারাক্ষন,
চেয়ে দেখো মেঘেরা,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন।

ভিজে যাওয়া মেঘ ডানা,
ভিজে যাওয়া এই মন আনমনা
ভেজা ঘাসে জল কণা,
সাত রঙ, সাত রঙ, সাত রঙ।
ভিজে যাওয়া মেঘ ডানা
ভিজে যাওয়া এই মন আনমনা
ভেজা ঘাসে জল কণা সাত রঙ।
আমার আকাশ ভিজে যায় বিষন্নতায়
আজ কি জানি কি খুঁজি অকারণ,
চেয়ে দেখো মেঘেরা,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন
উদাসীন সারাদিন, রিমঝিম ঝিম ঝিম
ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ..
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন,
চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন।

চেয়ে দেখো মেঘেরা লিরিক্স - মনোময় ভট্টাচার্য :
Cheye dekho meghera chuyeche meghla mon
Udaashin sharadin rimjhim jhim jhim
Jhore jaowa e haway amontron
Cheye dekho meghe ra chuyeche meghla mon
Bhije jawa kolkata
Vije jawa besto mukhorota
Eka poth pore thake shunshan
Bhalobasha vije jaae niyon aloy
Aaj elomelo shobi sharakkhon
Cheye dekho meghera