Bhoot Hashche Lyrics by Udumbhoom Band :
Bhoot Hashche Song Is Sung by Debayan Tarafdar from Udumbhoom a Bangla Rock Band From Tripura. Music Arrangement, Mix And Master by Tapas Dhar. Stills & Cinematography by Barnik Dhar, Deeptanoy Ghosh And Debarchan Tarafdar.Song : Bhoot Hashche
Band : Udumbhoom
Lyrics, Composition & lead vocal : Debayan Tarafdar
Harmonies : Tapas Dhar & Sagarnil Dam
Video editing : Debayan Tarafdar
Recording Studio : Studio Beats
Bhoot Hashche Song Lyrics In Bengali :
একটা নোংরা গলিরোগা রোগা ল্যাম্প-পোস্ট
গোটা ক'এক ছায়া।
ক'টা অজানা পোকা
চেনাশোনা দের সাথে
করছে আলোই ধাওয়া।
ভাঙ্গা ভাঙ্গা দেয়াল আর জঞ্জালদানি
ইঁদুর আর আরশোলাদের হয়রানি
আর, তোমার একা একা পায় মিটিমিটি ভয়
ভূত হাসছে।
ভূত হাসছে, ভূত হাসছে।
বাজছে রাত্রি দু'টো
দাবড়ানো ঘাবড়ানো শহর এখানে ছোট।
ধুপধুপ বুকে দেখো
পোকামাকড়ের ভীড়ে আকাশটাও যে কালো।
খুট খাট শব্দটা যেন কেউ এলো
নিঃশ্বাস হুড়োহুড়ি চুল এলোমেলো
আর, তোমার একা একা পায় মিটিমিটি ভয়
ভূত হাসছে।
ভূত হাসছে, ভূত হাসছে।
স্যাঁতস্যাঁতে গন্ধটা নিয়ে বাতাস
দাঁত উঁচু ইট গুলি গোমোট শ্বাস,
দূরে জল পড়ে টুপ টাপ টুপ করে
একা একা হারালে যে রাতভোরে।
বেড়ালের ফোঁসফাস দাঁড়িয়েছে দূরে
ছায়া গুলি টলমল মাটির ওপরে
আর, তোমার একা একা পায় মিটিমিটি ভয়
ভূত হাসছে।
ভূত হাসছে, ভূত হাসছে।
Ekta nongra goli roga roga lamp post
Gota koyek chaya koyta ojana poka
Chena shona der sathe korche aloi dhawa
Vanga vanga dewal aar jonjaldani
Endur aar arsholader hoyrani
Aar tomar eka eka paay mitimiti bhoy
Bhut Hashche
0 Comments
Post a Comment