Jayga Dio Lyrics by Shawon Gaanwala

Jayga Dio Song Is Sung by Shawon Gaanwala. Starring: Jamshad Shamim, Amrita Khan, Anuranan, Iqbal And Others. Music composed by Amzad Hossain And  Jayga Diyo Tomar Ghore Bengali Song Lyrics written by Lutfor Hasan.

Song : Jayga Dio
Tune & Singer : Shawon Gaanwala
Music : Amzad Hossain
Lyrics : Lutfor Hasan
Story, Script & Direction : Rashed Mamun Apu
DOP : Sumon Hossain
Editor : Shakib Al Mamun
Label : Dhruba Music Station






Jayga Dio Song Lyrics In Bengali

তুমি আমার রাত কেড়েছো, ঘুম কেড়েছো প্রিয়
এবার তোমার আলু-থালু স্বপ্নে জায়গা দিও।
জায়গা দিও তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন।
জায়গা দিও, জায়গা দিও বিছানার একপাশে
এলোমেলো চাদোর যেমন খুনসুটিতে ভাসে।

ঘুমের ঘোরে, পায়ের ভারে আমায় দিও দোলা
তোমার সকল মসৃণতা করবে আত্ম ভোলা।
জায়গা দিও তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন।
জায়গা দিও, জায়গা দিও বিছানার একপাশে
এলোমেলো চাদোর যেমন খুনসুটিতে ভাসে।

যদি না পারো সত্যি করে নিও স্বপ্নঘোরে
রাতভর সব বৃষ্টি ছুঁয়ে বিদায় দিও ভোরে।
জায়গা দিও তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন।
জায়গা দিও, জায়গা দিও বিছানার একপাশে
এলোমেলো চাদোর যেমন খুনসুটিতে ভাসে।