Tomar Moner Bhetor Lyrics
Tomar Moner Bhetor Song Is Sung by Noble Man from Vinci Da Bengali Movie. Music compose by And Tomar Moner Vetor Jai Bengali Song Lyrics written by Anupam Roy. Starring: Rudranil Ghosh, Ritwick Chakraborty And Sohini Sarkar. Music Arrangement & Programming by Shamik Chakraborty.
Song : Tomar Moner Bhetor
Movie : Vinci Da
Singer : Noble (Mainul Ahsan Noble)
Music & Lyrics : Anupam Roy
Mixing and Mastering : Shomi Chatterjee
Screenplay, Dialogues and Direction : Srijit Mukherji
Cinematographer : Sudipta Majumder
Music Label: SVF Music
Tomar Moner Bhetor Song Lyrics In Bengali
তোমার মনের ভেতর যাই,মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন?
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।
তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম, অপার হয়ে।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।
0 Comments
Post a Comment