Nei Ongikar Lyrics
Nei Ongikar Song is Sung by Akhtab Khan. Starring: Tawhid Afridi, Aishrin Ali and Tapu Mostafa. This Bengali song Lyrics written by Nahidul Islam Chonjury. This Music video directed by Hayat Mahmud Rahat.Song : Nei Ongikar
Vocal, Tune & Music : Akhtab Khan
Lyricist : Nahidul Islam Chonjury
Directed By : Hayat Mahmud Rahat
Color/Edit : Hayat Mahmud
Nei Ongikar Song Lyrics In Bengali
আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি,সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি।
আমি না বুঝেই ভালোবেসেছি,
রোদ্রছায়া কাব্যে তোমায় খুঁজেছি।
বলা হলো না, কত না বলা কথা,
জানি না, আসবে কি তুমি ফিরে আর।
কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।
হয়তো আবার আঁধারের কোন গল্পে
সঙ্গী হয়ে, হাটবো একই সাথে।
ভাবছো তুমি, পাবে কি আর আমাকে?
আবার আগের মতো করে।
সেই চেনা সুরে, সেই চেনা রং-এ,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।
কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।
একা একলা পথে, খুঁজেছি তোমাকে,
তুমি আর নেই সেই ঠিকানায়।
তুমি আজও, আলো জ্বালো,
খুব গোপনে, খুব নীরবে,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।
কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।
0 Comments
Post a Comment