Khoka Lyrics by Pritom Hasan
Khoka Song Is Sung by Pritom Hasan Bangla Song 2019 And Rap by Ferdous Wahid. Starring: Starring: Safa Kabir, Siam Ahmed, Pritom And Ferdouse Wahid. Amar Maa Bolechilo Khoka Bangla Song Lyrics written by Pritom And Nuhash Humayun.Song : Khoka
Vocal : Pritom Hasan & Ferdouse Wahid
Lyrics : Pritom hasan & Nuhash Humayun
Tune & Music : Pritom Hasan
Directed by : Nuhash Humayun
Edited by : Rejaul Raju
Khoka Song Lyrics In Bengali
না না না যাবো না না কোত্থাও যাবো নাআমি মরে গেলেও না, শোধ না হলে ঋণ।
দামি ফোন আর দামি ঘড়ি সবই তো দিলাম
তবু সময় দিলে না।
কল দাওনা কোনোদিন,
শুধু বলো ফোন দিয়োনা রাতে,
আব্বু পাশে থাকে, ভাইয়া বারান্দাতে
কথা বলতে পারবো না।
আমার বন্ধু জানে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়।
আমার মা বলেছিলো খোকা
তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল।
তোমার এ সত্যিকারের প্রেমের নামে
দিয়া দিছে বড়ো গোজামিল, নাও ঠেলা।
জানি জীবনের থেকে ভালোবাসাটা কঠিন,
তাই ভালোবেসে মরেছি তোমার হতে প্রতিদিন।
এখন বলো কি করছো, কেমন আছো ?
নতুন ছেলেটা কি তোমার প্রিয় রং কি জানে?
সুর পারে আমার গানে?
না সে কি কোনো প্রিয় গানের মদতে।
প্রথম প্রথম ভালো লাগে, পরে ফেলে রাখে
আমি ছিলাম যখন সাথে,
ফোনটা উল্টো থাকে,
উঁকি মারো মাঝে আমি কিছু বুঝিনা।
আমার কানে আসে সবই,
কার সাথে খাও কফি ?
বলে দাও সত্যি এতো কি ভয়।
তাই তো মা বলেছিলো খোকা
তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।
আমার মা বলেছিলো খোকা
তুই প্রেম করিস না,
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।
গোজামিল, গোজামিল
সারাটা জীবন যে পাইলা গোজামিল।
ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না।
0 Comments
Post a Comment