Kemne Dekho Sid Kete Chor Lyrics by Dhrubo



Kemne Dekho Sid Kete Chor Lyrics by Dhrubo :

Kemne Dekho Sid Kete Chor Song Is Sung by Dhrubo. Ore Kemne Dekho Sid Kete Chor Ashe Ghore Lyrics In Bengali Written by Dhrubo. Music Composed by Rokon Emon.

Song : Chor
Vocal, Lyrics & Tune : Dhrubo
Music director : Rokon Emon

Kemne Dekho Sid Kete Chor Song Lyrics In Bengali :

ওরে কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে,
ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে,
ওরে কেমনে দেখো চোর আসে যায়
যখন আমি থাকি ঘুমায়ে,
আর জাগার সাথে সাথে
কিছু বোঝার আগে
কেমনে কেটে পড়ে,
ও ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে।।

চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে
যায় ভিন্ন প্রকারে,
চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে
যায় ভিন্ন প্রকারে,
আর ভিন্ন কৌশলে, কেমনে চুরি করে,
আমার অগোচরে।
ও ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে।।

ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত
ক্ষণে শূন্য হাতে ফিরে,
চোরের ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত
ক্ষণে শূন্য হাতে ফিরে,
এই শূন্য ঘরে কিছু পাবে না সে,
কেমনে বোঝাই আমি তারে।
ও ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে,
ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে,
ওরে কেমনে দেখো চোর আসে যায়
যখন আমি থাকি ঘুমায়ে,
আর জাগার সাথে সাথে
কিছু বোঝার আগে
কেমনে কেটে পড়ে,
ও ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে,
ভাইরে ভাই কেমনে দেখো
সিঁদ কেটে চোর আসে এ ঘরে।।

কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে লিরিক্স - ধ্রুব :
Ore kemne dekho
Sid kete chor ashe ghore
Ore kemne dekho chor ase jaay
Jokhon ami thaki ghumaye
Aar jagar sathe sathe
Kichu bojhar agey
Kemne kete pore
O bhai re bhai kemne dekho
Sidh kete chor ase ghore