Bhalo Thakbo Se Ki Hoy Lyrics by DK Debasmita :
Bhalo Thakbo Se Ki Hoy Song is Sung by DK Debasmita. Music Arrangement by Aador. Ami Bhalo Achi Seta Bhabte Ghenna Hoy Lyrics In Bengali Written by DK Debasmita.Song : Bhalo Thakbo Se Ki Hoy
Lyrics, Tune & Vocal : DK Debasmita
Arrangement : Aador
Cover Art : Sudip Das, Koustabh Chakrabarty
Produced by : Aador & DK Debasmita
Bhalo Thakbo Se Ki Hoy Song Lyrics In Bengali :
আমি বেছে বেছে ভালো থাকবো সে কি হয় ?সব হিসেব গুলিয়ে যাচ্ছে এ সময়ে,
তুমি দূরে থাকো আজ কিংবা পড়শী হও
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়।।
আমি কিচ্ছু পারিনা সেটাই যেমন সত্যি
হয়তো রয়েছে দুঃখ এক রত্তি,
মাপ কাঠিতে কোথায় সেটা দাঁড়ায়
জানবো কি আর বেঁচে আছি যারা খাঁচায়,
দেখো চারিদিকে শুধু ভয় আর ভয়
কিছুটা কি তার আমারও প্রাপ্য নয়।।
আমি বেছে বেছে ভালো থাকবো সে কি হয়
তুমি ছুঁয়ে দেখবে আগুন আর ক্ষয়,
আমি যতটুকু ভালো আছি এই পৃথিবীতে
যেন তোমার খারাপ থাকার বিনিময়ে,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
যেন তোমার খারাপ থাকার বিনিময়ে
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়,
আমি ভালো আছি সেটা ভাবতে ঘেন্না হয়।।
0 Comments
Post a Comment