Eso Eso Kache Eso Lyrics from Madhur Milan



Eso Eso Kache Eso Lyrics from Madhur Milan :

Eso Eso Kache Eso Song Is Sung by Kumar Sanu And Alka Yagnik from Madhur Milan Bengali Movie. Starring: Prosenjit Chatterjee And Rituparna Sengupta. Music Composed by Babul Bose And Kobe Hobe Madhur Milan Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay. Esho Esho Kache Esho Female Cover Version Song is Sung by Ariyoshi Synthia.

Song : Eso Eso Kache Eso
Movie : Madhur Milan (2000)
Singer : Kumar Sanu & Alka Yagnik
Music Director : Babul Bose
Lyricist : Pulak Bandyopadhyay
Director : Tushar Majumdar
Label : Angel Digital

Eso Eso Kache Eso Song Lyrics In Bengali :

এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন,
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন।
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন,
মধুর মিলন,
এসো এসো কাছে এসো
এসো এসো।।

একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে,
হো.. একে একে সব ফুল বনে বনে ফুটেছে
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে,
পথ চেয়ে বসে আছি আসবে কখন
পথ চেয়ে বসে আছি আসবে কখন
এসো এসো..
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন,
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো
এসো এসো।।

যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই,
হো.. যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই
পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই,
কোন মানা মানে না তো এ অবুঝ মন
কোন মানা মানে না তো এ অবুঝ মন
এসো এসো..
এসো এসো কাছে এসো
এসো এসো কাছে এসো
তুমি ছাড়া ফাঁকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন
এসো এসো কাছে এসো,
এসো এসো কাছে এসো।।

এসো এসো কাছে এসো লিরিক্স - মধুর মিলন :
Esho esho kache esho
Tumi chara faka e jibon
Kobe hobe modhur milon
Eke eke sob ful bone bone futeche
Ronge ronge falgun bhore bhore utheche
Poth cheye bose achi ashbe kokhon
Jekhanei chokh rakhi tomakei khuji tai
Prithibite sob ache tobu jeno kichu nai
Kono mana mane na toh e obujh mon