Rhododendron Lyrics by Baundule :
Rhododendron Song Is Sung by Abhishek Chatterjee from Baundule. Tokhon Tui Rhododendron Lyrics In Bengali Written by Partha Ghosh. Song Mixing and Mastering by Sumit Nandi from Crescendo Studio.Song : Rhododendron
Vocal and Composition : Abhishek Chatterjee
Lyrics : Partha Ghosh
Keyboard : Saikat Sardar
Guitar : Ritesh
Paintings and Video Editing : Abhibrata Sarkar
Music Label : Baundule
Rhododendron Song Lyrics In Bengali :
তখন তুই রডোডেনড্রনপাহাড় জুড়ে ভাঙাস শীতের ঘুম,
আমি তখন থার্ড ইয়ারে সবে
ঘিঞ্জি মেসের একটা কোণে রুম।
এই শহরে পাহাড় নেই কোনো
থাকার মধ্যে ছিলিস শুধু তুই,
সেবার প্রথম ঝর্না ছুঁলাম যখন
নিবিড় করে জড়িয়েছিলি তুই।
জড়িয়ে ধরার থেকেও সেদিন
প্রবল ছিল জড়িয়ে পড়াটাই,
মানুষ শুধু অংশ বেচে খালি
পুরোপুরি দেয়না ধরা তাই।
এখন তুই কদম ফুলের মতো
বর্ষা এলে ফুটিস মাঠের পরে,
স্বীকার করি রডোডেনড্রন
মনে পড়ে, ভীষণ মনে পড়ে।
রডোডেনড্রন লিরিক্স - বাউন্ডুলে :
Tokhon tui Rododendron
Pahar jure vangas shiter ghum
Ami tokhon thard year e sobe
Ghinji meser ekta kone room
Ei shohore pahar nei kono
Thakar moddhe chilis shudhu tui
Sebar prothom jhorna chulam jokhon
Nibir kore joriyechili tui
0 Comments
Post a Comment