Tomake Ferate Chay Lyrics by Keshab Dey Khairiyat Bengali



Tomake Ferate Chay Lyrics by Keshab Dey :

Tomake Ferate Chay Khairiyat Bengali Version Song Is Sung by Keshab Dey. Song Lyrics In Bengali Written by Badal Paul. Originaly Music Composed by Pritam And Song Is Sung by Arijit Singh from Chhichhore Hindi Movie.

Song : Tomake Ferate Chay
Singer : Keshab Dey
Lyrics : Badal Paul
Music Arrangement : Tapas Roy
DOP : Shampad
Edit : Mimo

Original Song Credits :
Song : Khairiyat
Movie : Chhichhore
Singer : Arijit Singh
Music : Pritam
Lyrics : Amitabh Bhattacharya

Tomake Ferate Chay Song Lyrics In Bengali :

তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
নিভিয়ে রাখা দু'চোখে তোমারি ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।

ফিরে যদি আসা হয়
সে পথে কোনো সময়,
যে পথে আছি আমি সব হারিয়ে..
পাবে না আর নতুন করে..
ও.. তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
নিভিয়ে রাখা দু'চোখে তোমারই ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।

জানিনা কেন এভাবে দুজনে
অচেনা হয়ে আছি, কাছে এসে কেন
দূরে গিয়ে বাঁচি বল কি করে?
ভালোবাসা লুকিয়ে, সেদিন গুলো ভুলিয়ে
দূরে যেতে চাই না,
যেদিন তোর ছিলাম কাছাকাছি।
জমেছে আজ অভিমান
সময়ের এ পিছুটান,
এ আঁধারে নিজেকে হারিয়েছি..
আজ নিজেকে হারিয়েছি ..

ও.. তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
ও.. নিভিয়ে রাখা দু'চোখে তোমারই ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।

তোমাকে ফেরাতে চায় লিরিক্স - কেশব দে :
Tomake niye ja chilo smritira sobi
Sovabe aajo tomake ferate chaay
Nibhiye rakha duchokhe tomari chobi
Hotati aanmone amay kadiye jaay