Sesh Dekha by Arman Alif



Sesh Dekha Lyrics by Arman Alif :

Sesh Dekha Song Is Sung by Arman Alif Bengali Song 2020. Starring: Asif Imrose And Shakila Parvin. Music Composed by JK Majlish And Seshbar Ese Tui Dekhe Ja Song Lyrics In Bengali Written by Proshenjit Mondal.

Song : Sesh dekha
Singer : Arman Alif
Lyric : Proshenjit Mondal
Tune : Mahfuz Imran
Music : JK Majlish
Director : BM Saiful Islam
Story : Proshenjit Mondal
DOP : A M Rizu
Edit & Color : S M Tushar
Label : DP Music Station

Sesh Dekha Song Lyrics In Bengali :

ছলছল আঁখি আর জল ভরা চোখ
বুক ভরা ব্যাথা আর বিরহ দু'চোখ।
সব কিছু দিয়ে তুই অচেনা
মরে গেছে অন্তর পেয়ে প্রহসন্তর
প্রান তবু তোকে ছাড়া বাঁচে না।

তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।

সোনালি বিকেলটা আসেনা তো আর
হয়না খোঁপায় দেয়া ফুল,
অভিমানে কেউ মুখ করে নাতো ভার
কথা কাজে হলে কোনো ভুল।

তর মতো কেউ আর করে না শাসন
তুই ছাড়া কারো হতে পারিনি আপন।
অনুরোধ এসে তুই রেখে যা

তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।

স্মৃতিরও আকাশে শুধু সুখেরা আমার
দুঃখের বাতাসে ভরা ঘোর,
একা একা ভোর করি নিদ্রা বিহিন
বেদনার বিরহে প্রহর।

ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আঁধার।
কপালে শেষ আদর এঁকে যা..
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষ বার এসে তুই দেখে যা।

শেষ দেখা লিরিক্স - আরমান আলিফ :
Cholchol ankhi aar jol bhora chokh
Buk bhora betha aar biroho duchokh
Sobkichu diye tui ochena
More geche ontor peye prosontor
Praan tobu toke chara banche na
Tui aay bolbona ese tui theke ja
Hoyto ba banchbo na
Seshbar ese tui dekhe ja