Na Bola Phul by Meghdol Band



Na Bola Phul Lyrics by Meghdol :

Na Bola Phul Song Performed by Meghdol Band From Aluminium Er Dana Bengali Album.

Song : Na Bola Phul
Album Name : Aluminium Er Dana
Band Name : Meghdol

Na Bola Phul Song Lyrics In Bengali :

না বলা ফুল ফুটবেই
গভীর গোপন বিষাদে,
না বলা পাখি গাইবে
গভীর গোপন বিষাদে।

আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়..
আলোর গন্ধে মাতাল।

পথে বিপথে, ধ্রুব দৈবাৎ
স্মৃতির বিষাদ, ফুল হয়ে ফুটবে।

আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়..
আলোর গন্ধে মাতাল।

না বলা কথার দোষে
অহেতুক অজুহাতে,
আলো অন্ধকারে
তোমাকে খুঁজবে।

আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়।

না বলা ফুল ফুটবেই
গভীর গোপন বিষাদে,
না বলা পাখি গাইবে
গভীর গোপন বিষাদে।
আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায় ...
আলোর গন্ধে মাতাল।

না বলা ফুল লিরিক্স - মেঘদল ব্যান্ড :
Na bola ful futbei
Gobhir gopon bishade
Na bola pakhi gaibe
Gobhir gopon bishade
Aalor gondhe matal
Haway haway
Pothe bipothe dhrubo doibyat
Smritir bisad phool hoye phutbe