Krishno Jane Radha Jane Lyrics From Indubala :
Krishno Jane Radha Jane Folk Song is Sung by Fakir Shabuddin And Sania Roma from Indubala Bengali Movie. Starring: Masum Aziz And Payeli Payel. Music Composed by Mohidul Hasan Mon And Priti Ghor Sadhona Sosta Bishoy Noy Lyrics In Bengali Baul Song Is Written by Plabon Koreshi.Song : Krishno Jane Radha Jane
Movie Name : Indubala
Singer : Fakir Shabuddin & Sania Roma
Music : Mohidul Hasan Mon
Lyric & Tune : Plabon Koreshi
Story : Joynal Abedin (Joy Sarkar)
Cinematography : S.M Azahar
Editor : Shahidul Haque
Director : Joy Sarkar
Producer : Dulu Miah
Label : G Series
Krishno Jane Radha Jane Song Lyrics In Bengali :
কৃষ্ণ জানে রাধা জানেকি দারুন প্রেমের টানে,
কৃষ্ণ জানে রাধা জানে
কি দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
রীতি নীতির বালাই ভুলে প্রেম চলে তার পথে
হিসাব নিকাশ চলে কি আর উজান মন'রথে।
ছন্দ কলা মানে না সে, ছন্দ কলা
ওরে ছন্দ কলা মানে না সে নিজের তালে রয়,
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে
জন্মকানা ভাও বোঝেনা জড়ায় মিছে ঋণে।
বন্ধ ঘরে আলোর খেলা, বন্ধ ঘরে
ওরে বন্ধ ঘরে আলোর খেলা কোন পাগলে কয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
কৃষ্ণ জানে রাঁধা জানে
কি দারুন প্রেমের টানে,
ছুটে মন মনের পানে
ছুটে মন মনের পানে তুচ্ছ করে ভয়
পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয়,
পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয়।
কৃষ্ণ জানে রাধা জানে লিরিক্স - বাউল গান :
Krisna Jane radha jane
ki darun premer tane
Chute mon moner pane tuccho kore voy
Piriti ghor sadhona soshta bisoy noy
Piriti gor sadona halka bishoy noy
Krishno jane radha jane
ki darun premeer tane
0 Comments
Post a Comment