Tumi Amari Lyrics by Tahsin Ahmed :
Tumi Amari Song Is Sung by Tahsin Ahmed from Tumi Amari Bengali Telefilm. Starring: Afran Nisho And Mehazabien Chowdhury. Tumi Amari Natok Title Song Lyrics Written by Shomeshwar Oli.Song : Tumi Amari
Vocal, Music & Tune : Tahsin Ahmed
Lyrics : Shomeshwar Oli
Story & Directed by : Mizanur Rahman Aryan
Produced by : Turn Presents
Label : Live Technologies
Tumi Amari Song Lyrics In Bengali :
তোমার হাতে হাতটি রেখে,বহুদূর হেঁটে যেতে,
পাহাড় যদি পেরিয়ে এসেছি
তোমার দেখা পেতে।
আজ একটা গল্প বলি শোনো,
তোমার বিকল্প নেই কোনো,
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে, লুকোনো।
তুমি আমারই, আমারই তুমি
ঘুরিয়ে-ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
হঠাৎ ভুল হলে যেয়ো না তো চলে
শাসন করো তুমি আমায়,
কিছু খুনসুটি যেন পায়না ছুটি
আদর দিয়ে বর্ষা নামায়।
আজ একটা গল্প বলি শোনো,
তোমার বিকল্প নেই কোনো,
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে, লুকোনো।
তুমি আমারই, আমারই তুমি
ঘুরিয়ে-ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
তোমার চলা, কথা বলা
কিংবা ঠোঁটের হাসি,
এসব কিছুর চাইতে তোমার
মনটা ভালোবাসি।
সব মিলিয়েই তুমি আমার
দারুন ভাগ্য রাশি,
একশো রকম কষ্ট ভুলে
তোমার কাছে আসি।
আজ একটা গল্প বলি শোনো,
তোমার বিকল্প নেই কোনো,
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো..
তুমি আমারি, আমারি তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
তুমি আমারই লিরিক্স - তাহসিন আহমেদ :
Tomar haate hatti rekhe
Bhudur hete jete
Pahar jodi periye esechi
Tomar dekha pete
Aaj ekta golpo boli shono
Tomar bikolpo nei kono
Songkolpo hoye tumi e hridoye lukono
Tumi amari amari tumi
Ghuriye phiriye bolleo
Tomar hoyei thakbo ami
Hridpindo na cholleo
0 Comments
Post a Comment