Buro Sadhu Title Song Lyrics by Anupam Roy
Song Name : BuroSadhu Title Song
Singer : Anupam Roy
Recitation by : Lopamudra Bhattacharya
Written & Composed by : Pranjal Das
Arranged & Produced : Nabarun Bose
Mixed & Mastered by : Amit Kumar Dutta
Written & Directed by : Vik
Producer : Wisemonk Creative
In-association with Abir Ghosh & Somnath Ghosh
DOP : Sanjib Ghosh
Music Label : Webaqoof Music
BuroSadhu Title Song Lyrics In Bengali :
যদি দূর থেকে ডাকনাম ধরে ডাকি,তুমি আলগোছে হাত নাড়ো ইশারায়।
আমি দূর থেকে অস্থির চোখে দেখি,
আবছায়া পথ দু'ঠোঁটের মোহনায়
এসে মিশে গেছে মহানগরের ভিড়ে।
চেনা গল্প অচেনা হতে সময় লাগে না,
সবকিছুই নীলচে ধূসর ভালো লাগে না।
মন খারাপের পুকুর পাড়ে আজ মেঘ জমেছে,
বাড়ছে ভিড়, ভাঙছে তীর
আর জল কমেছে।
চল খুঁজি ভিনদেশী বুড়ো সাধু কে।
গল্প রাতে, অল্প আঘাতে কার
ইচ্ছে সুতো আজ কার যে হাতে,
কে লিখছে গল্প, কে গল্পে মাতে রে হায়..
কে বাসছে ভালো, কে জ্বালছে আলো
কে যে পাতছে আড়ি আর কে তাকালো,
তার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায়..
মেকি গুঞ্জন ফিকে রোদে ভিজে যায়
তুমি আর আমি নদীটির দূর তীরে
আবছায়া পথ মিশে গেছে মোহনায়।
তাই বলছি আমি, জ্বলছি নিজে
বলার আগে ভাবিনি যে,
শুকনো শরীর মন ভিজে কেন..
কাঁদছি আমি, কাঁদছে আকাশ
আমার দিকে, সামলে তাকাস,
মিথ্যে মায়ায় জলে ঝাঁপাস না যেন।
0 Comments
Post a Comment