Ki Jani Ki Kotha Lyrics by Ritam Sen :
Ki Jani Ki Kotha Song Is Sung by Taishi Nandi And Koustav Chatterjee. Bengali Song Lyrics Written by Ritam Sen. Music Arrangement and Composition by Manidipa Singha, Someshwar Bittu Bhattacharya.Song : Ki Jani Ki Kotha
Vocals : Taishi Nandi & Koustav Chatterjee
Lyric and Direction : Ritam Sen
Composition : Manidipa Singha, Someshwar Bittu
Bhattacharya
Dop : Rik Rudra Mandal
Edit and Colour Grading : Durjoy Choudhury
Mixing and Mastering : Abhibroto Mitra
Production : Dyuti Mukherjee & Satyaki Majumdar
Ki Jani Ki Kotha Song Lyrics In Bengali :
কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতেঝিনুকে ছায়া ঝরে, মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে চুপিসারে মধুরাতে।
কি কথা লুকোলে ওই আঁখিপাতে..
এ বাতিঘর অচেনা
কোনো জাহাজ জিরোচ্ছেনা,
হতাশা অন্তরীপে তলিয়ে যাওয়া দ্বীপে
কে আলো জ্বেলে রাখে পিছু ডাকে
তোমাকে ফেরায়।
কি কথা লুকোলে ওই আঁখিপাতে,
কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে
ঝিনুকে ছায়া ঝরে, মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে চুপিসারে মধুরাতে।
কি কথা লুকোলে ওই আঁখিপাতে..
এখানে থামে নোনা হাওয়া
দ্বীপান্তরে বা নির্বাসনে,
উড়ন্ত শঙ্খচিল, অস্থির নীলে নীল
তোমাকে খোঁজে মনে মনে।
অলস আলোর আকাশলীনা
এবার ফেরো হৃদয়হীনা,
তোমাকে ডেকে ডেকে
হৃদয়ে রেখে রেখে
সময় চোরাবালি,
থেকে থেকে, আমাকে ডোবায়..
কি কথা লুকোলে ওই আঁখিপাতে
কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে
ঝিনুকে ছায়া ঝরে, মায়াবি বালি সরে
স্রোতেরা পায়ে পড়ে চুপিসারে মধুরাতে।
কি কথা লুকোলে ওই আঁখিপাতে ...
কি জানি কি কথা লিরিক্স :
Ki jani ki kotha lukole oi ankhipate
Jhinuke chaya jhore mayabi bali sore
Sroter paaye pore chupisare modhuraate
Ki kotha lukole oi ankhipaate
0 Comments
Post a Comment