O Maa by Iman Chakraborty Durga Puja Song



O Maa Lyrics by Iman Chakraborty :

O Maa Song Is Sung by Iman Chakraborty Durga Puja Song 2019. Music Composed by Shovan Ganguly And O Maa Tumi Raat Seshe Neel Jochonay Lyrics Written by Debarshi Sarkar. Music Arrangement by Amit Chatterjee.

Song Name : O Maa
Singer : Iman Chakraborty
Music : Shovan Ganguly
Lyrics : Debarshi Sarkar
Recorded By : Soumen Paul
Studio : Gaan Bajna
Cinematography & Direction : Subhadip
Video Edit : Sourodeep Chakravorty

O Maa Song Lyrics In Bengali :

হাতে রেখে হাত খুশি দিবারাত
ভালোবেসে কাছে এসো আজ,
মিশে গেছে শ্বাস, আকাশে বাতাস
উমা ঘরে ফিরেছে আবার।

ঘরে ঘরে আর আলোর বাহার
উৎসবে জেগেছে সময়,
ও মা.. ও মা..
তুমি রাত শেষে নীল জোছনায়,
ও মা.. ও মা..
তুমি ঘর ছেড়ে আর যেয়োনা।

আলো মাখা ভোর, প্রতিটি বছর
পুজো মানে খুশির হদিশ,
মায়া ঘেরা ভোর, ছোটরা আদর
বড়োরা জানেও স্নেহাশীষ।

পুরোনো প্রথায় ফিরে আসা যায়
উৎসবে মেতেছে হৃদয়..
ও মা.. ও মা..
তুমি দিন শেষে আসার আলো,
ও মা.. ও মা..
আজ প্রাণ ভরে গান শোনালো।

ঘন নীল-আকাশ, প্রাণ তারই কাশ
রূপকথা ঘেরা কিছুদিন,
পেঁজাতুলো মেঘ, হৃদয়ে আবেগ
এ পৃথিবী কতোটা রঙ্গীন।

হাওয়া ছুঁয়ে যায় নতুন জামায়
উৎসবে মেতেছে সময়...
ও মা.. ও মা..
তুমি ভরিয়ে রাখো এ মন
ও মা.. ও মা..
তাই ভরসা জাগায় ত্রিনয়ন,
ও মা.. ও মা..
তুমি রাত শেষে নীল জোছনায়,
ও মা.. ও মা..
তুমি ঘর ছেড়ে আর যেওনা।

ও মা লিরিক্স - ইমান চক্রবর্তী - পুজোর গান :
Haate rekhe haat khushi dibaraat
Valobeshe kache sho aaj
Mishe geche swash akashe batas
Uma ghore fireche abar
Ghore ghore aar aalor bahar
Utshobe jegeche somoy
O maa o ma
Tumi raat sheshe nil jochonay
O maa O maa
Tumi ghor chere aar jeyo na