Je Tomar Ohongkare by Rupankar Bagchi



Je Tomar Ohongkare Lyrics by Rupankar Bagchi :

Je Tomar Ohongkare Song Is Sung by Rupankar Bagchi from Opochonder Saat Din Bangla Natok. Starring: Apurba  And Tania Brishty. Music Composed by Bijan Tintin And Bengali Song Lyrics Written by Maruf Hasan.

Song : Je Tomar Ohongkare
Drama : Opochonder Saat Din
Singer : Rupankar Bagchi
Lyric & Tune : Maruf Hasan
Music : Bijan Tintin
Director : Habib Shakil
Label : G Series

Je Tomar Ohongkare Song Lyrics In Bengali :

যে তোমার অহংকারে
সূর্য তারা পড়লো ঝরে,
সে তুমি কেমন করে
বাঁচবে বলো অন্ধকারে।

যে নদী পথ হারালো
হারালো কূল-কিনারা,
সে নদী ডাকলে কাছে
কেন তুমি দাওগো সাড়া।

যে কথা হারালো সুর
কি করে গান সে হবে,
যে আকাশ মেঘ ধরে তা
বারো মাস বর্ষা রবে।

যে তুমি অন্য হৃদয়
ভাঙতে ডাকো নিজের ঘরে,
যে তুমি অন্য হৃদয়
ভাঙতে ডাকো নিজের ঘরে,
সে তুমি কেমন করে
বাঁচবে বলো অন্ধকারে।

যে নদী পথ হারালো
হারালো কূল-কিনারা,
সে নদী ডাকলে কাছে
কেন তুমি দাওগো সাড়া।

যে পাখি ধরেনি গান
কখনো করুন সুরে,
সে পাখি তোমায় দেখেই
বিষাদে যায় যে উড়ে।

যে তুমি কাঁচের দেয়াল
গড়লে নিজেই নীল পাথরে,
যে তুমি কাঁচের দেয়াল
গড়লে নিজেই নীল পাথরে,
সে তুমি কেমন করে
বাঁচবে বলো অন্ধকারে।

যে নদী পথ হারালো
হারালো কূল'কিনারা,
সে নদী ডাকলে কাছে
কেন তুমি দাওগো সাড়া।

যে তোমার অহংকারে
সূর্য তারা পড়লো ঝরে,
সে তুমি কেমন করে
বাঁচবে বলো অন্ধকারে।
যে নদী পথ হারালো
হারালো কূল'কিনারা,
সে নদী ডাকলে কাছে
কেন তুমি দাওগো সাড়া।

যে তোমার অহংকারে লিরিক্স - রূপঙ্কর বাগচী :
Je tomar ohongkare
Surjo tara porlo jhore
Se tumi kemon kore
Banchbe bolo ondhokare
Je nodi poth haralo
Haralo kulkinara
Se nodi dakle kache
Keno tumi daogo sara