Toder Ghum Peyeche Bari Ja Lyrics by Shilajit Majumder :
Toder Ghum Peyeche Bari Ja Song is Sung by Shilajit Majumder from Bhumika Bengali Album. Bengali Song Lyrics Written by Silajit Majumder.Song : Ghum Peyeche Bari Ja
Singer : Shilajit Majumdar
Album Name : Bhumika
Label : Shemaroo Bengali Music
Toder Ghum Peyeche Bari Ja Song Lyrics In Bengali :
ঢুলু ঢুলু চোখ শালা
দেখি কত লোক দিয়ে,
তাকিয়াতে ঠেস বলে
আহা বেশ বেশ বেশ,
বেশ বেশ বলে আর
শুধু যায় ঢুলে ঢুলে,
চোখ হল লাল লাল
লাল সে সকাল আর,
কবে লাল হবে আর
কবে লাল হবে আর
কবে লাল হবে,
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা,
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে।
যাবি যাবি করলি তবু
কেন গেলি না রে বাড়ি,
চলে যা চলে যা চেপে
বুলেট-প্রুফ গাড়ি।
তোর ধাঁ চকচকে জুতোর পালিশ
চোখ করে বড্ড নালিশ,
ধাঁ চকচকে জুতোর পালিশ
চোখ করে বড্ড নালিশ,
চুনোট করা ধুতির কোঁচা
বুকে মারে বড্ড খোঁচা।
ঘুম পেয়েছে বাড়ি যা তোর
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে,
ঘুম পেয়েছে বাড়ি যা
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে।
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা লিরিক্স - শিলাজিৎ মজুমদার :
Dhulu dhulu chokh sala
Dekhi koto lok diye
Takiyate thes bole aha besh besh
Besh besh bole aar
sudhu jaay dhule dhule
Chokh holo lal lal lal se sokal aar
Kobe laal hobe aar kobe lal hobe
Toder ghum peyeche bari jaa
Shopno dekh ghumer fake
দেখি কত লোক দিয়ে,
তাকিয়াতে ঠেস বলে
আহা বেশ বেশ বেশ,
বেশ বেশ বলে আর
শুধু যায় ঢুলে ঢুলে,
চোখ হল লাল লাল
লাল সে সকাল আর,
কবে লাল হবে আর
কবে লাল হবে আর
কবে লাল হবে,
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা,
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে।
যাবি যাবি করলি তবু
কেন গেলি না রে বাড়ি,
চলে যা চলে যা চেপে
বুলেট-প্রুফ গাড়ি।
তোর ধাঁ চকচকে জুতোর পালিশ
চোখ করে বড্ড নালিশ,
ধাঁ চকচকে জুতোর পালিশ
চোখ করে বড্ড নালিশ,
চুনোট করা ধুতির কোঁচা
বুকে মারে বড্ড খোঁচা।
ঘুম পেয়েছে বাড়ি যা তোর
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে,
ঘুম পেয়েছে বাড়ি যা
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে।
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা লিরিক্স - শিলাজিৎ মজুমদার :
Dhulu dhulu chokh sala
Dekhi koto lok diye
Takiyate thes bole aha besh besh
Besh besh bole aar
sudhu jaay dhule dhule
Chokh holo lal lal lal se sokal aar
Kobe laal hobe aar kobe lal hobe
Toder ghum peyeche bari jaa
Shopno dekh ghumer fake
0 Comments
Post a Comment