Shrikrishno Kirtan Aditi Munshi Janmashtami Song



Shrikrishno Kirtan Lyrics by Aditi Munshi :

Shrikrishno Kirtan Janmashtami Bengali Song Is Sung by Aditi Munshi from Gotro Bengali Movie. Starring: Nigel Akkara, Manali Dey, Anashua Majumdar And Kharaj Mukherjee. Hore Krishno Naam Dilo Priyo Balaram Song Lyrics. Song Recorded And Mastered By Tirthankar Majumder.

Song : Shri Krishna Kirton
Movie : Gotro
Singer : Aditi Munshi
Lyrics & Composition : Traditional
Musical Arrangements: Aditi Munshi & Team
Director : Nandita Roy & Shiboprosad Mukherjee
Produced by : Windows Production

Shrikrishno Kirtan Song Lyrics In Bengali :

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর
কৃষ্ণচন্দ্র করো কৃপা, করুণাসাগর,
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী
শ্রী রাধার প্রান ধন মুকন্ধ মুরারী।
হরি নাম বিনেরে ভাই গোবিন্দ নাম বিনে,
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।

হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।
যশোদা জননী বলে যদুবাছা ধন,
যশোদা জননী বলে যদুবাছা ধন
অষ্টোতর শত নাম নিলো নারায়ন।
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ,
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ
বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র।
দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,
দয়া নিধি নাম রাখে দরিদ্র সকল,
অষ্টোতর শত নাম নিলো নারায়ন।
হরেকৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম
রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম।

নাম ভজ নাম চিন্ত নাম কর সার
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি
নামের সহিত আছেন আপনি শ্রীহরি।

শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন
যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন,
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।

শ্রীকৃষ্ণ কীর্তন লিরিক্স - অদিতি মুন্সী :
Hore krishna nam dilo priyo balaram
Rakhal raja naam rakhe bhokto shridam
Joshoda jononi bole jodu bachadhon
Ashtotoro shoto nam nilo narayan