Valobashar Ek Chinno Lyrics by Tahsin Ahmed :
Valobashar Ek Chinno Song Is Sung by Tahsin Ahmed And Lopa Hossain from OST of Proti Brihospotibar Shondhya 7ta Bangla Natok. Starring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music composed by Ahmed Humayun And Bhalobashar Ek Chinno Bengali Song Lyrics written by Sirajum Munir.Song : Valobashar Ek Chinno
Singer : Tahsin Ahmed & Lopa Hossain
Lyrics : Sirajum Munir
Tune & Music : Ahmed Humayun
Director : Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shuvo
Edit & Color : Towfiqul Islam
Label : Dhruba Music Station
Valobashar Ek Chinno Song Lyrics In Bengali :
ফিরে দেখা সেই অতীতের প্রিয় নামেঠিকানা বিহীন চলছি স্মৃতির খামে।
মুখোমুখি হলে সময় কি আজো থামে
নাকি কেটে যায় বেলা অভিমান অনিয়মে।
ভালোবাসার এক চিহ্ন আছে বলেই
দেখা হয়ে যায় চেনা পথ ধরে রোজ,
তারার গল্প মিলেনি চাঁদের আলোয়
তাই কিছু কথা আজ থমকে রয় নিখোঁজ।
কতদিন পর ফিরেছে সুখের দুপুর
বয়ে নিয়ে আজ যাচ্ছে অনেক দূরে,
চোখে চোখ মিলে হচ্ছে না প্রিয় সুর
নেই বুঝি কেউ কারোর হৃদয় জুড়ে।
সময়ের ডাক ভীন্ন হয়েছে বলেই
ছুটছে জীবন দুটি পথ ধরে রোজ,
তারার গল্প মিলেনি চাঁদের আলোয়
তাই কিছু কথা আজ থমকে রয় নিখোঁজ।
মনের আকাশ হচ্ছে আঁধার কালো
আর্তনাদে ভাসছে মেঘের দল,
একলা ঘরে কান্না গুলো একা
দেয়াল চাপা পড়ছে চোখের জল।
ভালোবাসার এক চিহ্ন আছে বলেই
দেখা হয়ে যায় চেনা পথ ধরে রোজ,
তারার গল্প মিলেনি চাঁদের আলোয়
তাই কিছু কথা আজ থমকে রয় নিখোঁজ।
0 Comments
Post a Comment