Jolchhobi Lyrics by Madhumita Chatterjee :
Jolchhobi Song Is Sung by Madhumita Chatterjee. Music arrangement by Sanai. Jolchobi Bengali Song Lyrics written by Madhumita. All rights reserved with Madhumita and ARC (Anupam Roy Creations).Song : Jolchhobi
Lyrics, Compositions, & Vocals : Madhumita Chatterjee
Music arrangements : Sanai
DOP : Debarshi Sarkar
Assistant DOP : Ritam Saha
Video Edit : Somanath Dey
Calligraphy : Roudra Mitra
Painting used in the video : Amal Roy
Jolchhobi Song Lyrics In Bengali :
জলে এঁকেছি ছবি,এই সময় থেমে যাক না।
এই নির্জনে সব ঘরে, অস্ফুটে চেনা স্বরে,
এই নির্জনে সব ঘরে, অস্ফুটে চেনা স্বরে,
সেই ছোঁয়া আজ লেগে যাক না,
জলছবি হয়ে থাক না,
জলছবি হয়ে থাক না।
মেঘ বালিশেরা শুয়েছে শীত ভোরে
মেখেছে উষ্ণ সুখ, আবেশে আদোরে।
রংধনু ভেসে যাক না,
জলছবি হয়ে থাক না,
জলছবি হয়ে থাক না।
কত কি শুনে যাই, তবুও মুখ বুজে
দুজনে আনমনা, দুটি ঘড়ির খোঁজে।
সীমানায় যার ঠিকানা
জলছবি হয়ে থাক না,
জলছবি হয়ে থাক না।
জলে এঁকেছি ছবি,
এই সময় থেমে থাক না।
দূর থেকে আরও দূরে,
অকারণে মরেছো ঘুরে
সেই ধুলো ধুয়ে যাক না
জলছবি হয়ে থাক না,
জলছোবি হয়ে থাক না।
0 Comments
Post a Comment