Roser Gaan Lyrics by Icche A Dana :
Roser Gaan Song Is Sung by Kamal Das from Icche A Dana Bangla Band Song. Chand Utheche Gogone Bengali Song Lyrics written by Kamal Das. Starring : Budhaditya Halder, Arpita Kundu, Chandana Halder And Others. Music Mix & master by Mrityunjoy Das.Song : Rosher Gaan
Band Name : Icche A Dana
Vocal, Tune & Lyrics : Kamal Das KD
Video Concept & Direction : Icche A Dana
DOP & Edit : Soumyadip
Label : Folk Studio Bangla
Roser Gaan Song Lyrics In Bengali :
ক্ষ্যাপা রে.. ক্ষ্যাপা রে...চাঁদ উঠেছে গগনে,
আগুন লাগে ফাগুনে..
চাঁদ উঠেছে গগনে তাই,
আগুন লাগে ফাগুনে,
আমার মন খুঁজে ফেরে মনের ক্ষ্যাপার ঠিকানা ..
ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা,
ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা।
ক্ষ্যাপা রে.. ক্ষ্যাপা রে...
ও রসের কারিগর,
বানাইছো রসের ঘর,
সে অতল রসে আছে আজব দুনিয়া..
ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা,
ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা।
সেথা পিরিতি ফুল ফুটে,
কালো ভ্রমরা এসে জোটে,
ভ্রমর খুঁজে ফেরে অতল রশের ঠিকানা..
ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা,
ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা।
উড়ে উড়ে যা....
0 Comments
Post a Comment