Sakale Uthiya Ami Song Lyrics by Lopamudra Mitra



Sakale Uthiya Ami Lyrics by Lopamudra Mitra :

Sakale Uthiya Ami Song Is Sung by Lopamudra Mitra. Sokale Uthiya Ami Mone Mone Boli Bengali Song Lyrics written And Music composed by Samir Chatterjee.

Song : Sokale Uthiya Ami
Singer : Lopamudra Mitra
Music & Lyrics : Samir Chatterjee

Sakale Uthiya Ami Song Lyrics In Bengali :

সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
যেমন চলছে রেলের গাড়ি,
যেমন চলছে রেলের গাড়ি হেলেদুলে ট্রাম
যেমন চলে তোমার আমার জীবন সংগ্রাম,
যেমন চলছে রেলের গাড়ি হেলেদুলে ট্রাম,
যেমন চলে তোমার আমার জীবন সংগ্রাম।

যেমন চলছেন যতেক গুরু
সঙ্গে চলে চেলা,
যেমন চলছে কুহু,
চলছে রক্তে হোলি খেলা।
তবু সকালে উঠিয়া তুমি মনে মনে বলো আর
সারাদিন তুমি শুধু ভালো হয়ে চলো।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।

যেমন উড়ছে স্বাধীনতার
হো যেমন উড়ছে স্বাধীনতার ত্রিবর্ণ পতাকা,
ধর্ম কেমন খুলছে দেখো নব হালখাতা,
যেমন উড়ছে স্বাধীনতার ত্রিবর্ণ পতাকা,
ধর্ম কেমন খুলছে দেখো নব হালখাতা।
যেমন চলছে বিকিকিনি বইছে খোলা হাওয়া,
যেমন চলছে বিকিকিনি বইছে খোলা হাওয়া,
খোলা হাওয়ায় ভেসে যায় তোমার আমার চাওয়া।
তবু সকালে উঠিয়া তুমি মনে মনে বলো আর
সারাদিন তুমি শুধু ভালো হয়ে চলো।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।

যেমন চলছে বন্ধু বদল,
হো যেমন চলছে বন্ধু বদল
বদলে নিচ্ছি গাড়ি
আজ তোমার সঙ্গে ভাব কাল হবে আড়ি,
যেমন চলছে বন্ধু বদল
বদলে নিচ্ছি গাড়ি
আজ তোমার সঙ্গে ভাব কাল হবে আড়ি।
আড়ি আড়ি আড়ি কোথায় আমার বাড়ি,
আড়ি আড়ি আড়ি হারিয়ে গেছে বাড়ি
তোমার আড়ির ভাবের খেলায় আমার হয়রানি।
তবু, সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
ভালো হয়ে চলা মানে ভালো হয়ে চলা
এর চেয়ে বেশি কিছু ভালো নয় বলা,
তাই, সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।

Sakale uthiya ami mone mone boli
Saradin ami jeno valo hoye choli
Jemon cholche rail er gari heledule tram
Jemon cholche tomar amar jibon songram