Opekkha Lyrics by ViKiNGS Band from Run Out



Opekkha Lyrics by Vikings Band :

Opekkha Song Is Sung by Tonmoy Tansen from Vikings Band Album Run Out. Shudhu Opekkhay Kobe Jochona Ashbe Bengali Song Lyrics written by Setu. This is a ViKiNGS Band Opekkha Song Version 1.

Song : Opekkha
Band : Vikings
Singer : Tonmoy Tansen
Lyricist : Setu
Film : Run Out
Audio Label : Laser Vision
Video : FilmYard

Opekkha Song Lyrics In Bengali :

একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ,
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার।
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে,
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..

আমার, ঘরের, সব ঘন-কালো
যেন আঁধারী ভুবন..
ঘরের, ভেতর, ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ও হো, ও হো
শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে..

কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে
চাওয়া পাওয়ার দল-বদল,
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
যতো স্মৃতি সম্বল।
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কেঁদে কেঁদে যাচ্ছে,
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..

এদিক, সেদিক, সব এলোমেলো
যেন আঁধারী ভুবন..
ঘরের, ভেতর, ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ও হো, ও হো
শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে..

আমার, ঘরের, সব ঘন-কালো
যেন আঁধারী ভুবন..
ঘরের, ভেতর, ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ও হো, ও হো
শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে..

অপেক্ষা গানের লিরিক্স - ভাইকিংস ব্যান্ড :
Ek mutho chander opekkhate
Kalo ghorer charpash
Kichu akash prohori hoye ashe
Janalate barbar
Dorjate himel batash jeno
Kora nere jacche
Boba somoy santona diye jaay
Ei jochona asche