Tui Mon Brishti Song Lyrics by Arpan KarmaKar



Tui Mon Brishti Lyrics by Arpan KarmaKar :

Tui Mon Brishti Song Is Sung by Arpan KarmaKar Featuring: Sweta Chakraborty. Music composed by Avijit And Arpan. Tui Mon Bristi Bengali Song Lyrics written by Avijit Lahiri. This Rainy Day Special Bengali Romantic Song Directed by Arindam Jimmy.

Song : Tui Mon Brishti
Singer : Arpan Karmakar
Lyrics : Avijit Lahiri
Composition : Avijit & Arpan
Music arrangement : Sabuj & Asish
Mix & Master : Rhitabrata Kar
Video Direction : Arindam Jimmy
DOP : James Suraj Barwa
CC & Edit : AJ Production films & Visuals
Label : Folk Studio Bangla

Tui Mon Brishti Song Lyrics In Bengali :

তুই মন বৃষ্টি, দুচোখের দৃষ্টি
তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস।
তুই যেন ঝর্ণা, এভাবেই পড়না
ইমারত গড়না,
জোছনায় ছেয়ে দে না রাতেরও আকাশ।

তুই শুধু হাসলে, খুব কাছে আসলে
তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস।
তুই কিছু বললে, পাশাপাশি চললে
নেশায় নেশায় বুঁদ হয়ে যাই আমারি অভ্যাস।

তুই মন ভাবনায়, চোখে চোখে আজ আয়
খোঁজাখুঁজি ভীষণ বোরিং ঘুম চোখে সন্ধ্যায়।

তুই যদি আসতিস, এ ঢেউয়েই ভাসতিস
ভেজাতো বৃষ্টি তোকে বড্ড রোমেন্টিক,
আমার এ আকাশ।

মিশে থাক গন্ধে, ভালোবেসে রন্ধ্রে
কাটেনা কেমন যেন আমার বারোমাস।
তুই সারা শব্দে, তুই যতো চিন্তায়
মিশে ভালো মন্দে পাগলামিটায়,
একটি আস্কারাতে খুঁজে নেয়,
খুঁজে নেয় তোমারি আশপাশ।

তুই মন বৃষ্টি, দুচোখের দৃষ্টি
তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস।
তুই যেন ঝর্ণা, এভাবেই পড়না
ইমারত গড়না,
জোছনায় ছেয়ে দে না রাতেরও আকাশ।

তুই শুধু হাসলে, খুব কাছে আসলে
তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস।
তুই কিছু বললে, পাশাপাশি চললে
নেশায় নেশায় বুঁদ হয়ে যাই আমারি অভ্যাস।

তুই মন বৃষ্টি, দুচোখের দৃষ্টি
তুই যেন সৃষ্টি ছাড়া গল্প উপন্যাস..

তুই মন বৃষ্টি লিরিক্স - অর্পণ কর্মকার :
Tui mon brishti chokher srishti
Tui jeno sristi chara golpo uponash
Tui jeno jhorna evabei porna
Emarot gor na
Jochonay cheye dey na raatero akash
Tui shudhu hasle khub kache ashle
Tui jeno srishti chara galpa uponash
Tui kichu bolley pashapashi cholley
Neshay neshay bood hoye jai amari ovesh