Mon Jeno Tui Bengali Song Lyrics is written by Rakib Hasan Rahul. Mon Tui Song Is Sung by Habib Wahid Bangla Song 2019. Tune And Music composed by Habib Wahid.

Song : Mon Tui
Vocal, Music & Tune : Habib Wahid
Lyrics : Rakib Hasan Rahul
Video Production : HW Productions
Edit & Color : Faisal Mahmud


Mon Tui Song Lyrics In Bengali :

মন যেন তুই,
দুই চোখেরি মত কেন রে,
সব দেখেও,
দেখিস না শুধুই নিজে রে।

বুঝি না তোর আচরণ,
জানি না কি প্রয়োজন।
কি করি.. বলে দে।

একই সুরে ভাসি, একই ভালোবাসি
একই সাথে থেকেও তোরে খুঁজি।
একই কথা বলি, একই পথে চলি
একই বুকে রেখেও তোরে খুঁজি।

মন যেন তুই,
দুই চোখেরি মত কেন রে,
সব দেখেও,
দেখিস না শুধুই নিজে রে।

কোন দোটানায় আঁকড়ে থেকে
শুন্য তুই কেনো ভীষণ।
সব থেমে যায়, আঁধারে ডুবে
তবু শুধু তুই আমারই আপন।

মন আমার মায়ারি আশায়,
কারে ভাবিস হয়ে একা দিশেহারা।

একই সুরে ভাসি, একই ভালোবাসি
একই সাথে থেকেও তোরে খুঁজি।
একই কথা বলি, একই পথে চলি
একই বুকে রেখেও তোরে খুঁজি।

মন যেন তুই,
দুই চোখেরি মত কেন রে,
সব দেখেও,
দেখিস না শুধুই নিজে রে...