Amar Mon Boshe Na Porar Table E Bengali Song Lyrics written by Sup Nasif. Mon Boshe Na Porar Table E Song Is Sung by Taufiq Tamim Bangla Song. Starring: Taufiq, Loren Mendes & Neel. Music composed by Adib Kabir.
Song : Mon Boshe Na Porar Table E
Singer : Taufiq Tamim
Lyrics & Tune : Sup Nasif
Music : Adib Kabir
Story : Jahid Preetom
DOP : Bidrohi Dipon
Art Director : Jahid Preetom
Production House : V CREATIONS
Label : DHRUBA MUSIC STATION
চোখে আসে না যে ঘুম।
জেগে থাকি সারারাত,
চলে এটাই Repetition.
তোকে ভেবে চলি ওরে লাল নীল দীপাবলি
আয়না একটু কাছে আবেগী কথা বলি।
শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে,
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসেনা পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমার ফিলে।
ক্লাস শেষে ঘরে ফিরে
তোমার চিঠি হাতে ধরে
ভাবি মুচকি হেসে, এখনই তুমি বলবে এসে।
মিলবো না তোমায় ছাড়া
চাইনা যে আমি আর কাউকে।
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসে না পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমারই ফিলে।
ভেবে দেখো তুমি একবার
আমি তোমার লাইফ পার্টনার,
তুমি সারাজীবন আমায় পাশে পাবে।
ও হো ঝুল বারান্দাতে চায়ের কাপেতে মগ্ন
তারপর,
তারই ছাদেতে পূর্ণিমা রাতে জাগবো।
শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে,
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসেনা পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমারই ফিলে।
Song : Mon Boshe Na Porar Table E
Singer : Taufiq Tamim
Lyrics & Tune : Sup Nasif
Music : Adib Kabir
Story : Jahid Preetom
DOP : Bidrohi Dipon
Art Director : Jahid Preetom
Production House : V CREATIONS
Label : DHRUBA MUSIC STATION
Mon Boshe Na Porar Table E Song Lyrics In Bengali :
রাত কাটে নির্ঘুম,চোখে আসে না যে ঘুম।
জেগে থাকি সারারাত,
চলে এটাই Repetition.
তোকে ভেবে চলি ওরে লাল নীল দীপাবলি
আয়না একটু কাছে আবেগী কথা বলি।
শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে,
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসেনা পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমার ফিলে।
ক্লাস শেষে ঘরে ফিরে
তোমার চিঠি হাতে ধরে
ভাবি মুচকি হেসে, এখনই তুমি বলবে এসে।
মিলবো না তোমায় ছাড়া
চাইনা যে আমি আর কাউকে।
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসে না পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমারই ফিলে।
ভেবে দেখো তুমি একবার
আমি তোমার লাইফ পার্টনার,
তুমি সারাজীবন আমায় পাশে পাবে।
ও হো ঝুল বারান্দাতে চায়ের কাপেতে মগ্ন
তারপর,
তারই ছাদেতে পূর্ণিমা রাতে জাগবো।
শুনবো না কোনো মানা
আজকে না হলে আর কবে,
আমাকে একা রেখে
যেও না তুমি আর দূরে,
শুধু একবার.. বলে দাও তুমি আমার হবে,
রেখোনা এ দোটানা দাও ভালোবাসি বলে।
আমার মন বসেনা পড়ার টেবিলে,
আমার মনটা উড়ছে তোমারই ফিলে।
0 Comments
Post a Comment