Oi Dakche Aakash lyrics by Raja Chanda from Kidnap Bengali Movie. Featuring: Dev And Rukmini Maitra. Music composed by Jeet Gannguli And Bengali Song Lyrics written by Raja Chanda. Music Mixed & Mastered by Aditya Deb. Creative & Publicity Design by Dev Entertainment Ventures Pvt Ltd.
Movie : Kidnap
Song : Oi Dakche Aakash
Singer : Pawandeep
Music : Jeet Gannguli
Lyrics : Raja Chanda
Programmer : Aditya Dev
Director : Raja Chanda
DOP : Souvik Basu
Label : Surinder Films
মনে রামধনু রং এঁকেছি।
ওই একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
ঐ ডাকছে আকাশ, যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
এই ব্যস্ত শহর, তোর আসার খবর,
দিতে একছুটে আসলো আমায়।
তোর নামের ফলক, মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া, কে আর থামায়।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ওই খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক।
উপহার দেবো, চাইছি তোকে।
রোদ মখমলে দিন, আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
Movie : Kidnap
Song : Oi Dakche Aakash
Singer : Pawandeep
Music : Jeet Gannguli
Lyrics : Raja Chanda
Programmer : Aditya Dev
Director : Raja Chanda
DOP : Souvik Basu
Label : Surinder Films
Oi Dakche Aakash Song Lyrics In Bengali
ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস,মনে রামধনু রং এঁকেছি।
ওই একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
ঐ ডাকছে আকাশ, যদি একটু তাকাস,
মনে রামধনু রং এঁকেছি।
ঐ একমুঠো নীল, উড়ো হাওয়ার মিছিল,
তোর আলগা সোহাগ মেখেছি।
এই ব্যস্ত শহর, তোর আসার খবর,
দিতে একছুটে আসলো আমায়।
তোর নামের ফলক, মনে খুশির ঝলক,
বুকে ঝড়ো হাওয়া, কে আর থামায়।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ওই খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
নীল মেঘের পালক,
আজ সব তোরই হোক।
উপহার দেবো, চাইছি তোকে।
রোদ মখমলে দিন, আজ ভীষণ রঙিন,
একা বয়ে চলা ঢেউ এ বুকে।
একবার আলতো ছোঁয়ায়,
তোর ঐ খালি পায়
বালিয়াড়ি হয়ে মরেছি।
যদি বাঁচতে বলিস, সব মিথ্যে নালিশ,
আমি হাজার বছর বেঁচেছি।
0 Comments
Post a Comment