Alote Alote Dhaka Lyrics by Anupam Roy from Konttho Bengali Movie. Starring: Shiboprosad Mukherjee And Paoli Dam. Kontho Bangla Movie Story Written by Nandita Roy. Mixing and Mastering by Shomi Chatterjee.
Movie : Konttho - The sound of silence
Song : Alote Alote Dhaka
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arrangement and Programming: Shamik Chakraborty
Directed by : Nandita Roy & shiboprosad mukhopadhyay
DOP : Shubhankar Bhar
Label : WINDOWS
বলেছিলো এ মহাসাগরের ঢেউ।
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন,
যেখানে সৈকত কিছু মসৃণ।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
মুখ বুজে কিভাবে বেঁচে আছি
ধারনাই নেই।
কখনো ভোর রাতে ঘুম ভেঙে যায়,
কণ্ঠ ভরে বুঝি গাইছে সবাই।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা,
আমার চোখে বাঁচার তাগিদ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রশিদ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায়,
আমি দাঁড়িয়ে তার দরজায়,
রোজ এক স্বপ্ন দেখা।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
নিয়ে চলো,
এখানে কবে থেকে আছি বলো।
শুনেছি সেখানে আকাশের গায়ে,
না বলা কত কথা ভেসে বেড়ায়।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আরও দূরে,
আমার এ চেতনাকে সঙ্গী করে,
যে তৃণভুমি আজ তুলছে আওয়াজ,
সেখানে সোনারোদে বুনেছে কোলাজ।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা,
আমার চোখে বাঁচার তাগিদ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রশিদ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায়,
আমি দাঁড়িয়ে তার দরজায়,
রোজ এক স্বপ্ন দেখা।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
Movie : Konttho - The sound of silence
Song : Alote Alote Dhaka
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arrangement and Programming: Shamik Chakraborty
Directed by : Nandita Roy & shiboprosad mukhopadhyay
DOP : Shubhankar Bhar
Label : WINDOWS
Alote Alote Dhaka Song Lyrics In Bengali
আমাকে কেউ,বলেছিলো এ মহাসাগরের ঢেউ।
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন,
যেখানে সৈকত কিছু মসৃণ।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
মুখ বুজে কিভাবে বেঁচে আছি
ধারনাই নেই।
কখনো ভোর রাতে ঘুম ভেঙে যায়,
কণ্ঠ ভরে বুঝি গাইছে সবাই।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা,
আমার চোখে বাঁচার তাগিদ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রশিদ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায়,
আমি দাঁড়িয়ে তার দরজায়,
রোজ এক স্বপ্ন দেখা।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
নিয়ে চলো,
এখানে কবে থেকে আছি বলো।
শুনেছি সেখানে আকাশের গায়ে,
না বলা কত কথা ভেসে বেড়ায়।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আরও দূরে,
আমার এ চেতনাকে সঙ্গী করে,
যে তৃণভুমি আজ তুলছে আওয়াজ,
সেখানে সোনারোদে বুনেছে কোলাজ।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা,
আমার চোখে বাঁচার তাগিদ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রশিদ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায়,
আমি দাঁড়িয়ে তার দরজায়,
রোজ এক স্বপ্ন দেখা।
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা,
আলোতে আলোতে ঢাকা।
0 Comments
Post a Comment