Tumi Amar Noyon Go - Nayan Moni




Tumi Amar Noyon Go Lyrics by Asha Bhosle, Bapi Lahiri :

Song Lyrics in Bangla Written by Pulak Bandhyapadhya. Starring: Tapas Pal And Debashree Roy.
This Bengali Movie Directed by Sachin Adhikari.

Movie Name: Nayan Moni
Song: Tumi Amar Nayan Go (তুমি আমার নয়ন গো)
Singer: Bapi Lahiri and Asha Bhosle
Lyrics: Pulak Bandhyapadhya
Music: Bapi Lahiri
Label: MAYUR CASSETTES (Gathani)

Tumi Amar Noyon Go Lyrics In Bangla :

তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো
আমি সেই নয়নের মণি
স্বপ্ন নিয়ে থাকি
তুমি আমার জীবন গো
যে জীবনে বাঁচি গো
আমি সে জীবনের হৃদয়
তোমার মাঝেই আছি
নয়ন - মনি, নয়ন - মনি

তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো
আমি সেই নয়নের মণি
স্বপ্ন নিয়ে থাকি,
নয়ন - মনি, নয়ন - মনি

গানে তোমায় বেঁধেছি
সুর দিয়ে যে সেধেছি
গানে তোমায় বেঁধেছি
সুর দিয়ে যে সেধেছি হো..
তোমায় কাছে পেয়েছি
তোমারই গান গেয়েছি
ভালোবাসি কথাটা
নয়তো আমার ফাঁকি গো,
তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
নয়ন - মনি, নয়ন - মনি

সুখের স্রোতে ভেসেছি
তোমার কুলে এসেছি
সুখের স্রোতে ভেসেছি
তোমার কুলে এসেছি..
তোমায় আপন করেছি
মন দিয়ে মন ভরেছি
অনূরাগে এই ছবি
তাইতো আমি আঁকি গো,
তুমি আমার নয়ন গো
যে নয়নে দেখি গো,
আমি সে নয়নের মনি
স্বপ্ন নিয়ে থাকি,
তুমি আমার জীবন গো
যে জিবনে বাঁচি গো,
আমি সে জিবনের হৃদয়
তোমার মাঝেই আছি,
নয়ন - মনি, নয়ন - মনি

তুমি আমার নয়ন গো লিরিক্স :

Tumi amar nayan go je noyone dekhi go
Ami se noyoner moni shopno niye thaki
Tumi amar jibon go je jibone banchi go
Ami se jiboner hridoy tomar majhei achi
Noyon moni, Nayan mani
Gaane tomay bedhechi sur diye je sedhechi
Tomay kache peyechi tomari gaan geyechi
valobashi e kothata noyto amar faki go