Bekheyali Station Road Lyrics - Ashes Band




Bekheyali Station Road Lyrics by Ashes Bangla Band from Charpoka Bengali Album Bekheyali Station Roade Song Lyrics written by Zunayed Evan.

Album: Charpoka
Band Name: Ashes
Lyrics & Tune: Zunayed Evan 
Mixed and Mastered: Sultan Rafsan Khan
Edited: Explosion pullers

Bekheyali Station Road Lyrics In Bangla :

সত্য করে জানি পাব না তো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছেমিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও (x2)

আমার মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে (x2)

মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম নির্দোষ
চোখ কেন, ধরেনা উড়ানো ঘুড়ি

মিথ্যে হয় রেলিঙের হাত
আঙুলের ছোঁয়া প্রেম কিছুক্ষণ
চোখ কেন, ধরেনা উড়ানো ঘুড়ি

সত্য করে জানি পাব না তো
মিথ্যেটা হোক তবে ভালো
মিছেমিছি কপালে হাত
কেন তুমি আকাশ দেখাও (x2)

আমার মন জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
বেখেয়ালি স্টেশন রোডে (x2)

Bekheyali Station Road e Lyrics :

Sotto kore jani pabo na to
Mitthey ta hok tobe valo
Michimichi kopale haat
Keno tumi akash dekhao

Amar e mon jole vese jaay
Kanna gulo rodey pure jaay
Bekheyali Station Road e

Mitthey hoy railing er haat
Aanguler chowa prem nirdosh
Chokh keno, dhorena urano ghuri
Mitthe hoy railing er haat
Anguler chowa prem kichukkhon
Chokh keno, dhorena urono ghuri