Kanna Amaye Lyrics by Subhamita Banerjee from Ghalibnama 2




Kanna Amaye Lyrics by Subhamita Banerjee Bengali Ghazal Song from Ghalibnama 2 Bengali Album. Music Composed by And Kanna Amaye Shos Dilo Song Lyrics Written by Srijato. Music Arranged by Prattyush Banerjee.

Kanna Amaye Song Details :

Song Name : Kanna Amaye
Album Name : Ghalibnama 2 
Vocals : Subhamita Banerjee
Music Composition And Lyrics : Srijato
Music Arrangement And Sarode : Prattyush Banerjee
Recorded, Mixed, Mastered by : Goutam Basu
Harmonium : Srikanta Acharya
Sitar : Rahul Chatterjee
Keyboards : Partho Paul
Guitar And Bass : Raja Chowdhury
Tabla : Joy Nandi
Solo Violin : Sandipan Ganguly
Flute : Bubai Nandi
Rabab : Abhijit Pal
Label : Asha Audio

Kanna Amaye Lyrics In Bengali :

কান্না আমায় সাহস দিলো
প্রেমে সবাক হলাম,
কান্না আমায় সাহস দিলো
প্রেমে সবাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হলাম,
কান্না আমায় সাহস দিলো
প্রেমে সবাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হলাম,
কান্না আমায় সাহস দিলো।

সে কেনো উদাসীন
গেলাম এই অভিযোগ নিয়ে,
সে কেনো উদাসীন
গেলাম এই অভিযোগ নিয়ে,
উত্তরে সে তাকালো
আর আমিও খাক হলাম,
উত্তরে সে তাকালো
আর আমিও খাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হলাম,
কান্না আমায় সাহস দিলো।

সারাব কেনার দায়ে বেচি
পানপাত্র আমার,
সারাব কেনার দায়ে বেচি
পানপাত্র আমার,
সারাব কেনার দায়ে বেচি
পানপাত্র আমার,
মিটলো দুইয়ের হিসেব
এবার শুদ্ধ পোশাক হলাম,
মিটলো দুইয়ের হিসেব
এবার শুদ্ধ পোশাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হলাম,
কান্না আমায় সাহস দিলো।

এ কোন রঙে তূললে তুমি
আজ আসাদ-এর লাশ,
এ কোন রঙে তূললে তুমি
আজ আসাদ-এর লাশ,
শত্রুদের ও দুঃখী দেখে
আমি অবাক হলাম,
শত্রুদের ও দুঃখী দেখে
আমি অবাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হোলাম।

কান্না আমায় সাহস দিলো
প্রেমে সবাক হলাম,
চোখের জলের স্নানে আমি
আরই যে পাক হলাম,
কান্না আমায় সাহস দিল।

Kanna Amaye Lyrics In English:

Kanna Amay Sahos Dilo
Preme sobak holam
Chokher joler snane ami
Aaroi je paak holam
Kanna Amaye Sahos Dilo

Se kon udasini
Gelam ei ovijog niye
Uttore se takalo
Aar amio khaak holam
Chokher joler snane ami
Aaroi je pak holam
Kanna Amay Shahos Dilo

Sarab kenar daaye bechi
Paanpatro amar
Mitlo dui er hiseb
Ebar shuddho poshak holam
Chokher joler snane ami
Aroi je pak holam
Kanna Amaye Shahos Dilo

E kon ronge tulley tumi
Aaj asad-er lash
Shatruder o dukkhi dekhe
Ami obak holam
Chokher joler snane ami
Aroi je paak holam
Kanna Aamay Sahos Dilo

গালিবনামা ২ অ্যালবাম থেকে কান্না আমায় গানটি গেয়েছেন শুভমিতা ব্যানার্জী। কান্না আমায় সাহস দিলো বাংলা গজল গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত।