Ghum Ghum Chokhe Lyrics by Imran Mahmudul




Ghum Ghum Chokhe Lyrics by Imran Mahmudul. Music Composed by Imran. Ghum Ghum Chokhe Song Lyrics Written by Jamal Hossain. Starring Imran Mahmudul And Nilanjona Neela. 

Ghum Ghum Chokhe Song Details :

Song Name : Ghum Ghum Chokhe
Singer : Imran Mahmudul 
Lyrics : Jamal Hossain 
Tune, Music and Programming : Imran Mahmudul 
Additional Programming : Tonmay Mahabubul 
Mix And Master : Imran Mahmudul
Directed by : Saikat Reza
Cinematographer : Bikash Saha And Rajon
Edit And Colour : SM Tushar
Production : SR Film
Sponsored by : JCX Developments Ltd
Label : Rangon Music

Ghum Ghum Chokhe Lyrics In Bengali :

ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে 
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে 
আমার এই বুকে, বলতে পারিনা। 

তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা 
এই পৃথিবীতে তুই তোরই তুলনা,
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা 
এই পৃথিবীতে তুই তোরই তুলনা। 

ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে 
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে 
আমার এই বুকে, বলতে পারিনা।।

মন ছুটে গেলে তোকে  পেলে 
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
মন ছুটে গেলে তোকে  পেলে 
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
মন পড়ে রয় তোরই মাঝে 
কেন তা জানিনা। 

ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে 
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে 
আমার এই বুকে, বলতে পারিনা।।

ও হো হো হো না না .. এতো ভালোবাসি 

ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে 
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে 
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
মরে যাবো তোরই এক ইশারায় 
বলে শুধু দেখ না। 

ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে 
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে 
আমার এই বুকে, বলতে পারিনা।

ও হো হো হো না না.. বোঝাতে পারিনা।।

Ghum Ghum Chokhe Lyrics In English :

Ghum ghum chokhe dekhi ami toke
Ki je valo laage bojhate parina
Tui ney bujhene rekhe matha rekhe
Amar ei buke bolte parina
Tor theke chokh jeno ferate parina
Ei prithibite tui tori tulona

Mon chutey gele toke na pele
Kichui laage na bhalo
E amar ki je holo
Mon pore roy tori majhe
Keno taa janina

Jhum brishti ele tor chobita dole
Moneri deyale rakhi khub kheyale
More jabo tori ek isharay
Bole shudhu dekh na

ইমরান ও নীলাঞ্জনা নীলা অভিনীত ঘুম ঘুম চোখে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল।  ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে গানের লিরিক্স লিখেছেন জামাল হোসেন।