Boka Boka Ei Mon Lyrics by Anupam Roy from Shrimati




Boka Boka Ei Mon Lyrics by Anupam Roy from Shrimati Bengali Movie. Boka Boka Ei Mon Song Lyrics Written by Soumya Rit. Starring Swastika Mukherjee, Soham Chakraborty And Others. Song Mixed and Mastered by Subhasis Pathak.

Boka Boka Ei Mon Song Details :

Song Name : Boka Boka Ei Mon
Film Name : Shrimati
Singer : Anupam Roy  
Lyrics and Composition : Soumya Rit
Direction : Arjunn Dutta
DOP : Supratim Bhol
Editing : Sujay Datta Ray
Produced By : Kan Singh Sodha
Music Label : Times Music Bangla

Boka Boka Ei Mon Lyrics In Bengali :

বোকা বোকা এই মন 
হারালো যে কখন, 
আজ মন খারাপ ভীষণ, অসময়। 
স্বপ্নেরা এক ঝাঁক 
বিকেলে ঘরে ফিরে যাক, 
যত্নেরা ফিরে পাক আজ তোমায়। 

আবার হারালে 
দু পা বাড়ালে কোথায় ..
সবই ফেরে শুধু ফেরে না যে সময়।। 

যেমন ভুলে গেছো নিজেকে 
ভুলে গেছো বাড়ি কোন দিকে,
চেনা রং ও লাগছে ফিকে, কি যে নেই। 

উড়োজাহাজ সব ভ্রান্তিরা 
খুঁজে পাবে আজ শান্তিরা,
ঘুম খুঁজে পাবে রাত্রিরা নিজেই। 

দু পা বাড়ালে, 
আবার হারালে, কোথায়,
সবই ফেরে শুধু ফেরে না যে সময়।

বোকা বোকা এই মন 
হারালো যে কখন, 
আজ মন খারাপ ভীষণ, অসময়। 
যতই যেতে চাক দুচোখ যেদিকে 
ভালোবাসো তুমি আবার নিজেকে,
ভালোবাসো তুমি আবার নিজেকে। 

Boka Boka Ei Mon Lyrics In English :

Boka boka ei mon
Haralo je kokhon
Aaj mon kharap vishon osomoy
Shopnera ek jhaak
Bikele ghore phire jaak
Jotnera phire paak aaj tomay

Abar harale du paa barale kothay
Sobi fere shudhu fere na je somoy

Jemon bhule gecho nijeke
Bhule gecho bari kon dike
Chena rong o laagche fike ki je nei

Urojahaj sob bhrantira
Khuje paabe aaj shantira
Ghum khuje paabe raatrira nijei

Jotoi jete chaak duchokh jedike
Valobasho tumi abar nijeke

স্বস্তিকা মুখার্জী ও সোহম চক্রবর্তী অভিনীত শ্রীমতী বাংলা সিনেমার গান বোকা বোকা এই মন গানটি গেয়েছেন অনুপম রায়। গানটির সুর ও বোকা বোকা এই মন গানের লিরিক্স লিখেছেন সৌম্য রিত।