Amar Valobasha Lyrics by Habib Wahid And Zarin from Golui




Amar Valobasha Lyrics by Habib Wahid And Zarin from Golui Bengali Movie. Music Composed by Habib Wahid. Amar Valobasha Song Lyrics Written by Shohel Arman. Starring Shakib Khan, Puja Chery And Others.

Amar Valobasha Song Details :

Song Name : Amar Valobasha
Film Name : Golui
Singer : Habib Wahid And Zarin
Lyrics : Shohel Arman
Tune and composer : Habib Wahid
Directed by : S A Haque Olike
Dop : Samsul Islam Lellin
Edit : Md Shahidul Haque
Produced by : Khourshed Alam Khosru
Story : Khourshed Alam Khosru
Distribution by : TOT Films

Amar Valobasha Lyrics In Bengali :

আমার ভালোবাসার কথাগুলো
তোমার হৃদয়ে ছুঁতে চায়,
তোমার প্রেমের প্রথম মানুষ
আমার হৃদয় হতে চায়।

বলোনা, জোছনা কত চাঁদ ছড়ালে
রুপালি রং গায়ে মেখে,
তুমি শুধু আমার হবে। 

শোননা, ফুলের কত সুবাষ হলে
আমার বুকে মাথা রেখে
তুমি খুব আপন হবে।। 

মন তোমার প্রেমের শহর
আমায় ‍নিও সাথে,
স্বপ্ন পাখি মিলবে ডানা
তারা জ্বলা রাতে। 

গলুই যেমন নদীর বুকে
জলের পথ আঁকে,
তেমনি আমি পাশেই রবো
তোমার প্রেমের ডাকে। 

বলোনা, জোছনা কত চাঁদ ছড়ালে
রুপালি রং গায়ে মেখে,
তুমি শুধু আমার হবে। 

শোননা, ফুলের কত সুবাষ হলে
আমার বুকে মাথা রেখে
তুমি খুব আপন হবে।।

Amar Valobasha Lyrics In English :

Amar bhalobashar kothagulo
Tomar hridoy chute caay
Tomar premer prothom manush
Amar hridoy hote caay

Bolona jochona koto chand chorale
Rupali rang gaaye mekhe
Tumi shudhu amar hobe
Shonona phuler koto subas hole
Amar buke matha rekhe
Tumi khub apon hobe

Mon tomar premer shohor
Amay niyo sathe
Shopno pakhi milbe dana
Tara jwola raate

Golui jemon nodir buke
Joler poth anke
Temni ami pashei robo
Tomar premer daake

শাকিব খান ও পূজা চেরি অভিনীত গলুই বাংলা সিনেমার গান আমার ভালোবাসা গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও জারিন।গানটির সুর দিয়েছেন হাবিব ওয়াহিদ। আমার ভালোবাসার কথাগুলো গানের লিরিক্স লিখেছেন সোহেল আরমান।