Duko Lyrics by Rishi Panda Bengali Song. Music Composed by And Duko Song Lyrics Written by Rishi Panda.
Duko Song Details :
Song Name : Duko
Vocal, Music & Lyrics : Rishi Panda
Video : Subhasis Mukherjee
Duko Lyrics In Bengali :
খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে,
খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে
(বুঝেও বোঝো না)
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে,
(সময় চেনো না)
কিজে তুমি ব্যাস্ত সারাক্ষণ
থাকো সারাদিন নিখোঁজ,
তবু না থাকলে পাশে একা
মনে খুঁজে যাই রোজ।
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা।।
আটকে পড়নি কোনো প্রশ্নের জবাবে
অভিমান জমা করা ছিল যে স্বভাবে,
তোমার রঙিন দিন আমার সাদামাটা
এর চেয়ে তো ভালো হতো
হাত ছেড়ে পথ হাঁটা।
বাড়ে যে নেশা শুধু তুমি পাশে থাকলে
রাগ যায় মুছে তুমি ভালোবেসে ডাকলে।
কারণে অকারণে চোখের জল ঝরালে
ফিরে চলে যাও কেন আমি হাত বাড়ালে ?
মন যে অসুস্থ সারাক্ষণ
আর চোখে ঘুম নিখোঁজ,
তবু না থাকলে পাশে একা
মনে খুঁজে যাই রোজ।
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা।।
Duko Lyrics In English :
Kharap laage je protibar deri korale
Okarone rege jhograr resh barale
Kaaje tumi besto sarakkhon
Thako saradin nikhoj
Tobu na thakle pashe eka
Mone khuje jai rooj
Dekhale ki jadu kothin e poth chola
Aatke poroni kono proshner jobabe
Obhiman joma kora chilo je sovabe
Tomar rongeen din amar sadamata
Er cheye toh valo hoto
Haat chere poth hata
Bare je nesha shudhu tumi pashe thakle
Raag jaay muche tumi valobeshe dakle
Karone okarone chokher jol jhorale
Phire chole jao keno ami haat barale
Mon je osustho sarakkhon
Aar chokhe ghum nikhoj
Tobu na thakle pashe eka
Mone khuje jai rooj
দুকো গানটি গেয়েছেন, সুর দিয়েছেন এবং লিরিক্স লিখেছেন ঋষি পণ্ডা।
0 Comments
Post a Comment