Bhalo Thakuk Lyrics by Rupankar Bagchi




Bhalo Thakuk Lyrics by Rupankar Bagchi from The Tailor Bangla Natok Song. Bhalo Thakuk Song Lyrics Written by Galib Sardar. Music Composed by Tunai Debashish Ganguly. Starring Afran Nisho And Sabila Nur.

Bhalo Thakuk Song Details :

Song Name : Bhalo Thakuk
Drama Name : The Tailor
Singer : Rupankar Bagchi
Back Vocal : Sayantani Ghosh
Lyrics : Galib Sardar
Tune And Music : Tunai Debashish Ganguly
Mix and Master : Bob Phukan
Direction : Kajal Arefin Ome 
Editor : Shomrat Azad
Label : Dhruba Music Station

Bhalo Thakuk Lyrics In Bengali :

ভালো থাকুক নিয়ন আলোয়
ভিজে যাওয়া রাস্তাটা,
ভালো থাকুক নিয়ন আলোয়
ভিজে যাওয়া রাস্তাটা,
ভালো থাকুক তোমার আমার
খুব পুরোনো আস্থাটা,
ভালো থাকুক নিয়ন আলোয়
ভিজে যাওয়া রাস্তাটা। 

ভালো থাকুক এই শহরের 
আকাশছোঁয়া দালান,
ভালো থাকুক তোমার ছাদের
চাঁদ চুয়ানো ঢালান। 

ভালো থাকুক মধ্যরাতের
রাতপ্রহরী চাঁদ,
ভালো থাকুক মাঝ নদীতে
তোমার বালির বাঁধ। 

ভালো থাকুক রাতবিরেতে
স্বপ্নপোড়া মন,
ভালো থাকুক নিভে যাওয়া
হিসেবি লণ্ঠন,
ভালো থাকুক রাতবিরেতে
স্বপ্নপোড়া মন। 

ভালো থাকুক চুপসে যাওয়া
সকল প্রতিরোধ,
ভালো থাকুক উদয় হওয়া
শুভ জীবনবোধ। 

ভালো থাকুক, ভালো থাকুক
ভালো থাকুক সব,
ভালো থাকুক এই জগতের
তাবৎ অসম্ভব,
ভালো থাকুক, ভালো থাকুক
ভালো থাকুক সব। 

Bhalo Thakuk Lyrics In English :

Bhalo thakuk niyon aaloy
Vije jaowa rasta ta
Bhalo thakuk tomar amar
Khub purono astha ta

Valo thakuk ei shohorer
Akashchowa dalan
Valo thakuk tomar chaader
Chand chuyano dhalan

Bhalo thakuk moddhoraater
Raatprohori chand
Bhalo thakuk majh nodite
Tomar baalir bandh

Valo thakuk raatbirete
Shopno pora mon
Valo thakuk nibhe jaowa
Hisebi lonthon

Bhalo thakuk chupse jaowa
Sokol protirodh
Bhalo thakuk uday howa
Shubho jibonbodh

আফরান নিশো, সাবিলা নুর ও জিয়াউল হক পলাশ অভিনীত দা টেইলর বাংলা নাটকের গান ভালো থাকুক গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। গানটির সুর দিয়েছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলি। ভালো থাকুক নিয়ন আলোয় গানের লিরিক্স লিখেছেন গালিব সর্দার।