Ami Bolte Bhule Gechi Lyrics by Akhilbandhu Ghosh :
Ami Bolte Bhule Gechi Song Is Sung by Akhilbandhu Ghosh. Song Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay. Female Cover Version Song Is Sung by Sukanya Dutta.
Song : Ami Bolte Bhule Gechi (1971)
Vocal & Music : Akhil Bandhu Ghosh
Lyricist : Pulak Bandyopadhyay
Ami Bolte Bhule Gechi Song Lyrics In Bengali :
ওই যা, আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়,
আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়,
আজ রাতে ননদীনি থাকবে পাহারায়
আজ রাতে,
ওগো আজ রাতে ননদীনি থাকবে পাহারায়,
আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়।।
কাঁপি যে রয়ে রয়ে
অজানা লাজ ভয়ে,
কাঁপি যে রয়ে রয়ে
অজানা লাজ ভয়ে,
সংকেত বাঁশি বাজার
বেলা যে, হয়ে এলো প্রায়।
আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়।।
ওই তো চাঁদের ছায়া
যমুনায় চললো ভেসে ভেসে,
এতক্ষণ মধুবনে বোধহয় সে গেছে এসে।
হায় কি হবে কি যে করি
শুধুই যে ভেবে মরি,
কি হবে কি যে করি
শুধুই যে ভেবে মরি,
এ প্রলয় ফেলবে আমায়
কত আর অগ্নিপরীক্ষায়।
আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়,
আজ রাতে ননদীনি থাকবে পাহারায়
আজ রাতে,
ওগো আজ রাতে ননদীনি থাকবে পাহারায়,
আমি বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়,
ওই যা, বলতে ভুলে গেছি
সে যেন বাঁশী না বাজায়।।
আমি বলতে ভুলে গেছি লিরিক্স - অখিলবন্ধু ঘোষ :
Oi Jah Ami Bolte Bhule Gechi
Se jeno banshi na bajay
Aaj raate nonodini thakbe paharay
Ami Bolte Bhule Gechi
Se jeno bashi na bajay
Kaapi je roye roye
Ojana laaj bhoye
Sanket banshi bajar
Bela je hoye elo praay
0 Comments
Post a Comment