Jontrona Lyrics by Tanveer Evan :
Jontrona Song Is Sung by Tanveer Evan. Music Composd by Piran Khan.
Song : Jantrana
Vocal & Lyrics : Tanveer Evan
Composer : Piran Khan
Jontrona Song Lyrics In Bengali :
আজ এই দুচোখ ভরে
রেখেছি তোমায় আমি,
আজ এ দু'চোখের আড়ালে
হারিয়েছি তোমায় আমি।
যন্ত্রনায় তোমায় ভেবে কেঁদেছি আমি
জীবনটাকে শেষ করার আশায়
গেয়ে যাই আমি।
তুমি আমার হয়েও
কখনও আমায় বুঝনি,
ভেঙ্গেছো পুরোটা আমায়
তবুও গড়েছি তোমায় আমি।
তোমায় আমি বলে দিতে চাই
আর পাবেনা আমায়,
কষ্ট পাবো জেনেও তুমি
কাঁদিয়েছো আমায়।
দিয়েছি ভালবাসা
নিয়েছি তোমার সব ব্যাথা,
রেখেছি তোমায় এই বুকে
তাইতো আজ দিলে ব্যাথা।
মাঝে মাঝে তোমায় ভেবে
কেঁদে যাই আমি,
এত কষ্টে এত ব্যাথায়
খুঁজি তোমায় আমি।
কখনও ভাবিনি এত ব্যাথা দিবে তুমি
চেয়েছো ভেঙ্গে দিতে তা হয়েছে আজই,
চলে যাওয়ার ছিলই যখন এলে বা কেন ?
স্বপ্ন ভাঙ্গার ছিলই যখন দেখালে বা কেন ?
আজ আমার এ জীবনটা
তুমি করে দিলে একেলা,
কেড়ে নিলে সব আমার
স্মৃতি গুলোর রেখে গেলে ব্যাথা।
শেষ কথা দিলাম তোমার হয়ে
থাকব না আমি,
চলে যাবো সবই ছেড়ে
আমি বহু দূরে, বহুদূরে,
বহুদূরে, বহুদূরে ....
যন্ত্রনা লিরিক্স - তানভীর ইভান :
Aaj ei duchokh bhore
Rekhechi tomay ami
Aaj e duchokher arale
Hariyechi tomay ami
Jontronay tomay vebe kedechi ami
Jibonta ke shesh korar ashay
Geye jai ami
Tumi amar hoyeo kokhono amay bujhoni
Vengecho purota amay
tobuo gorechi tomay ami
TOmay ami bole dite chai
Aar pabena amy
Kosto pabo jeneo tumi
Kadiyecho amay
Diyechi valobasha niyechi tomar sob betha
Rekhechi tomay ei buke
Taito aaj dile beytha
Majhe majhe tomay vebe kede jai ami
Eto koste eto bethay khuji tomay ami
0 Comments
Post a Comment