Thikanahin shohor Lyrics by Rishi Panda And Tarishi Mukherjee



Thikanahin Shohor Lyrics by Rishi Panda And Tarishi Mukherjee :

Thikanahin Shohor Song Is Sung by Rishi Panda And Tarishi Mukherjee. Music Composed by Rishi Panda. Thikanahin shohor Lyrics Written by Shreyam Acharya.
 
Song : Thikanahin shohor
Singers : Tarishi Mukherjee & Rishi Panda
Music & Master : Rishi Panda
Lyrics : Shreyam Acharya
Illustration & Animation : Rishi Panda

Thikanahin shohor Song Lyrics In Bengali :

বুকের শেকল আগলে আছে 
পাথর রঙের ফুল,
আগুন ছুঁয়ে তরল হলো 
প্রেমে পড়ার ভুল,
কষ্ট পাওয়ার শব্দ কি কান 
পাতলে শোনা যায়,
শুকিয়ে গেছে ভেজা বালিশ
তোমার অপেক্ষায়। 

তাই আদর মাখা চাদর 
নরম মাটির শেষে,
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে। 
কোনো ঠিকানাহীন শহর 
নাম না জানা দেশে,  
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে।। 

পুড়েছি আমিও আগুনের তলায়  
ফিরে যাওয়ার রাস্তা খোঁজে না মন, 
অজানা মোড়ে বাঁক এলো যে গল্প বলায়  
ইতির আগেই ফুরোয় তার জীবন। 

সুখ যদি সুখী হতে চায় 
সমুদ্দুর মেলে না কিনারায়,
গুনে যায় দিন তারার মতন।। 

মরচে ধরা বুকের শেকল
রাত্রে ফোটা ফুল,
গন্ধ হারাক তোমার মতই 
প্রেমে পড়ার ভুল। 

ভাঙা আয়নাতে কি মুখ 
চাইলে দেখা যায়,
তোমার আমার থেকেও ভীষণ 
সময় নিরুপায়। 

তাই আদর মাখা চাদর 
নরম মাটির শেষে,
ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে। 
কোনো ঠিকানাহীন শহর 
নাম না জানা দেশে,
পুড়িয়ে দিও আমায় ভালোবেসে।। 

ঠিকানাহীন শহর লিরিক্স - ঋষি পণ্ডা ও তারিশি মুখার্জী :
BUker shekol agle ache
Pathor ronger phul
Aagun chuye torol holo
Preme porar bhul
Kosto paowar shobdo ki kaan
Paatle shona jaay
Shukiye geche veja balish
TOmar opekkhay
Tai ador makha chador
Norom matir sheshe
Ghum pariyo amay bhalobeshe
Kono thikanaheen shohor
Naam na jana deshe
Puriye dio amay valobeshe