Ei Janame Amra Achi Lyrics by Bappi Lahiri And Lata Mangeskar :
Ei Janame Amra Achi Song Is Sung by Bappi Lahiri And Lata Mangeskar from Pranami Tomay Bengali Movie. Music Composed by Bappi Lahiri. Ei Janame Amra Achi Lyrics Written by Pulak Bandhyapadhya.
Pranami Tomay Bengali Movie Cast : Prosenjit Chatterjee, Reshma Singh, Arjun Chakraborty, Biplab Chatterjee, Sumitra Mukherjee And Others.
Song : Ei Janame Amra Achi
Film : Pranami Tomay (1989)
Singer : Bappi Lahiri & Lata Mangeskar
Music : Bappi Lahiri
Lyrics : Pulak Bandhyapadhya
Director : Prabhat Roy
Label : Mayur Cassettes (Gathani)
Ei Janame Amra Achi Song Lyrics In Bengali :
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।।
যুগে যুগে এই দুজনে
জন্ম নেবো এই ভুবনে।
আমরা যাতে নতুন করে
এক হয়ে রই দুজনায়,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা।
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।
তুমি আমি আর ভালোবাসা
হাসি গান আর আলো আশা।
কখনো কোথায় কোনোদিনও
শেষ হতে যে পারবেনা আর,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালবাসা।
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।
এই জনমে আমরা আছি লিরিক্স - বাপ্পি লাহিড়ী ও লতা মঙ্গেশকর :
Ei jonome amra achi
Aar jonome thakbo abar
Tumi thakbe amar
Ami thakbo tomar
Juge juge ei dujone
Jonmo nebo ei bhubone
Amra jaate notun kore
Ek hoye roi dujonay
Hridoy bhore rekhe jabo
Praaner chowa ei valobasha
এই জনমে আমরা আছি গানটি গেয়েছেন বাপ্পি লাহিড়ী ও লতা মঙ্গেশকর। গানটি হলো প্রণমি তোমায় বাংলা সিনেমার গান। গানটির সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী ও গানের লিরিক্স লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়।
0 Comments
Post a Comment